নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় ED, এবার হানা সল্টলেকে পর্ষদ কর্মীর ফ্ল্যাটে! তুঙ্গে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুমাস থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে ধুন্ধুমার রাজ্যে। জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, পর্ষদ সভাপতি থেকে শুরু করে এসএসস্যার প্রাক্তন চেয়ারম্যান। আর এবার সল্টলেকে আরেক পর্ষদ কর্মীর (Primary Education Staff) ফ্ল্যাটে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) টিম। সূত্রের খবর, পর্ষদ কর্মী অর্ণব বসুর বাড়িতে অভিযান চালাচ্ছে ইডি।

আর কী জানা যাচ্ছে? ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে বুধবার পর্ষদের অ্যাকাউন্টস বিভাগের এই কর্মী অর্ণববাবুর সল্টলেকের আবাসনে হানা দিয়েছে। নিয়োগ দুর্নীতির সূত্র ধরেই এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, শিক্ষক কেলেঙ্কারি কাণ্ডে ইতিমধ্যেই জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা।

ed

পাশাপাশি জেল হেফাজতে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, তৃণমূলের প্রাক্তন বিধায়ক মানিক ভট্টাচার্য, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য সহ আরও অনেকে। এখানেই শেষ নয়, নিয়োগ দুর্নীতি মামলাতেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের দুই প্রাক্তন যুবনেতা হুগলীর কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়। দিন দিন তদন্ত যত এগোচ্ছে ততই লম্বা হচ্ছে অভিযুক্তদের তালিকা।

উল্লেখ্য, গত বছর জুলাই মাসে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। ২৩ জুলাই গ্রেফতার করা হয় তাকে। ওই একই দিনেই পার্থ ঘনিষ্ঠ অর্পিতার টালিগঞ্জের আবাসনেও তল্লাশি অভিযান চালায় ইডি। উদ্ধার হয় কোটি কোটি টাকা। সেই থেকে শুরু গ্রেফতারি, ২২ পেরিয়ে বর্তমানে ২৩! এখনও থামেন সেই রেশ। এদিন নিয়োগ দুর্নীতির সূত্র ধরেই ফের ইডির তল্লাশি। এবার পরবর্তীতে এই তদন্ত কোন মোড় নেয় সেটাই দেখার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর