বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় বহুদিন জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। যত দিন যাচ্ছে দুর্নীতির অভিযোগ যেন আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরছে তাকে। সিবিআই এর রিমান্ড কপিতে তাকে দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় এখনই কিছু বলতে পারছেন না তিনি। তাই গতকাল নিজের আইনজীবীর মাধ্যমে আদালতে কথা বলার সুযোগ চাইলেন পার্থবাবু।
প্রসঙ্গত, মঙ্গলবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে নিয়োগ দুর্নীতি মামলার জামিনের শুনানি ছিল। এদিনই নিজের আইনজীবীর মাধ্যমে নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে অন্তর্বর্তী জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। তবে তাতেও কোনও সুরাহা মেলে নি।
জামিনের আবেদন খারিজ করে আগামী ২৭ তারিখ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় সহ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সাত জনকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল আদালতে শুনানির সময় আইনজীবীর মাধ্যমে পার্থ জানিয়েছেন, তদন্তকারী সংস্থা সিবিআই এর রিমান্ড কপিতে তাকে ‘মাস্টারমাইন্ড’ উল্লেখ করা হচ্ছে। আইনজীবীর মাধ্যমে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, ‘‘আমাকেও সুযোগ দেওয়া হোক। কেন এ সব বলা হচ্ছে? আমার বলার রয়েছে।’’
প্রসঙ্গত, পূর্বেও আদালতে মুখ খুলেছিলেন পার্থ। দ্রুত বিচার হোক, এই আবেদন জানিয়ে আগের শুনানিতেও সরব হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। এজলাসে বিচারকের সামনে নিজে উঠে দাঁড়িয়ে হাতজোড় করে আর্জি জানিয়েছিলেন। যা নিয়ে আদালতের ক্ষোভের মুখেও পড়তে হয়েছিল তাকে। তবে এদিন ফের আদালতে কিছু বলার রয়েছে বলে জানান পার্থ চট্টোপাধ্যায়।
গতকাল জেলে চিকিৎসা পরিষেবা নিয়েও অভিযোগ তোলেন পার্থের আইনজীবী শেখ সেলিম রহমান। তার দাবি, জেল থেকে এসএসকেএমে চিকিৎসার জন্য কাগজ পাঠানো হলেও অনেক দেরিতে জবাব আসছে। এই প্রসঙ্গ তুলে আইনজীবীর প্রশ্ন, ‘‘মেডিক্যাল এমার্জেন্সি বলে তো একটা কথা রয়েছে?’’ এই নিয়ে অন্তর্বর্তী জামিন চেয়েছেন পার্থের আইনজীবী।
আইনজীবীর বক্তব্য, ‘‘মেডিক্যাল গ্রাউন্ডে জামিন চেয়েছি। মেডিক্যাল রিপোর্ট এসেছে। তাতে দেখা গিয়েছে উনি অসুস্থ। যে চিকিৎসা চলছে, ওকে এক ডজন ওষুধ খেতে হয়। হাসপাতালে রেখে ওই ওষুধ খাওয়ানো সম্ভব। ওই পরিকাঠামো জেলে নেই।’’ তবে আপাতত পার্থর জামিনের আবেদন খারিজ করেছে আদালত।