নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের আর্জি খারিজ! ED-কে চার সপ্তাহের সময় দিল কলকাতা হাইকোর্ট

Published on:

Published on:

calcutta high court(9)

বাংলা হান্ট ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ২০২২ সালের ১১ অক্টোবর ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছিলেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। মানিকের পর দুর্নীতি লর দায়ে তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং ছেলে সৌভিক ভট্টাচার্যকেও গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। এরপর গত বছর তিন জনাই জামিনে মুক্তি পান। মানিককেও গত সেপ্টেম্বর মাসে শর্তসাপেক্ষে জামিন দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এরই মধ্যে ফের একবার হাইকোর্টের দ্বারস্থ মানিক ও তার পরিবার। কারণ কী?

মানিকের আর্জি খারিজ হাইকোর্টে | Calcutta High Court

প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য তাঁর স্ত্রী ও পুত্র। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে এই মামলা শুনানির জন্য ওঠে। যদিও মানিক ও তাঁর পরিবারের আবেদনে সাড়া দেয়নি উচ্চ আদালত।

আদালতের নির্দেশ, আগামী চার সপ্তাহের মধ্যে এই বিষয়ে ইডিকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে হবে। তার পরের এক সপ্তাহের মধ্যে মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের সদস্যদের উত্তর দিতে বলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। উল্লেখ্য, দীর্ঘদিন প্রেসিডেন্সি জেলে বন্দি থাকার পর গত বছর সেপ্টেম্বর মাসে জামিনে মুক্ত হন মানিক।

আরও পড়ুন: মঙ্গলে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়, কলকাতাতেও সতর্কতা! আজকের আবহাওয়ার খবর

Calcutta High Court a

আরও পড়ুন: SSC কাণ্ডে ১২% সুদ সহ বেতন ফেরানোর মামলা সুপ্রিম কোর্টে! রাজ্য সরকারকে ৪ সপ্তাহের সময় দিল আদালত

শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পর তৃণমূল বিধায়ক মানিক মন্তব্য করেছিলেন, ‘সত্যের জয় হবে।’ জামিন পেলেও এখনও নিম্ন আদালতের বিচারপর্বে নিয়মিত হাজিরা দিতে হচ্ছে মানিক ভট্টাচার্যকে। নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ার উপর স্থগিতাদেশের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক ও তাঁর পরিবার। সোমবার তাদের সেই আর্জিও খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।