বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর ২৩ জুলাই (Recruitment Scam) রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) তার নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ইডি। তারপর এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও জেলবন্দি তৃণমূলের প্রাক্তন মহাসচিব। দীর্ঘ এই সময়ের মধ্যে একাধিকবার জামিনের আবেদন করেছেন পার্থ। তবে ‘প্রভাবশালী’ তত্ত্বে মেলেনি সুরাহা।
ওদিকে গ্রেফতারির ঠিক পরেই পার্থকে দলের সমস্ত পদ থেকে মুছে ফেলে তৃণমূল। এখন তো তার নামেও অনীহা শাসকদলের। পুজোর আগে জামিনের আবেদন করেছিলেন পার্থ। হাইকোর্টেও গিয়েছেন, তবে লাভের লাভ কিছু হয়নি। জেলের সেলে আর ভালো লাগছে না।
সূত্রের খবর জেলে মাঝেম্যেই কেঁদে ফেলছেন পার্থ। আর ভালো লাগছে না। এ কথা বলেই পার্থের চোখে জল। গারদ দশার মধ্যে মাঝেমধ্যেই নাকি হাউ হাউ করে কেঁদে ফেলছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। জেল সূত্রে খবর, বহুবার জামিনের আবেদন করেও সুরাহা না পাওয়ায় তিনি হতাশ হয়ে পড়েছেন।
আরও পড়ুন: গ্রেফতারির পরই জ্যোতিপ্রিয়র মুখে রাজ্যের হেভিওয়েট নেতার নাম
পার্থের কান্না দেখে চিন্তায় জেলকর্মীরাও। তারা পার্থবাবুকে কখনও কখনও বুঝিয়ে শান্তও করার চেষ্টা করছেন। জেল সূত্রেই জানা গিয়েছে, গোটা দুর্গাপুজোতেও সেলের বাইরে পা রাখেননি পার্থ। জেলের পুজোমণ্ডপে একবারের জন্যও যাননি।
পুজোর চারটে দিন প্রাক্তন শিক্ষামন্ত্রীর সময় কেটেছে টিভিতে চোখ রেখে। সেলের বারান্দায় যে টিভি লাগানো সেখানেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন মণ্ডপের দুর্গা প্রতিমা দর্শন করেন পার্থ। একসময় নাকি টিভিতে পুজো পরিক্রমা দেখে তার চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে। চোখের জল মুখে সোজা সেলে চলে যান পার্থ। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রয়েছেন পার্থ। গত বছর থেকে সেখানেই দিন কাটছে তৃণমূল বিধায়কের।