ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের মধ্যেই এই দেশে আক্রমণ আমেরিকার! মুড়ি-মুড়কির মতো ফেলল বোমা

বাংলা হান্ট ডেস্ক: ইজরায়েল (Israel)-প্যালেস্তাইন (Palestine) যুদ্ধের মধ্যেই এবার আসরে আমেরিকা (America)। সিরিয়ার (Syria) দুটি এলাকায় হামলা চালাল মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। ইরান (Iran) সেনার কব্জায় থাকা দুই এলাকায় শুক্রবার ভোরে ড্রোন হামলা মার্কিন সেনার।

আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানান, গত বেশ কয়েকদিন ধরেই মার্কিন নাগরিকদের ওপর হামলা চালিয়েছে ইরান। মার্কিন সেনাদের উপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা হিসেবেই আত্মরক্ষা করতেই এই হামলা চালিয়েছে আমেরিকা। যদিও ওই ড্রোন (Drone) হামলায় কী রকমের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।

শুক্রবার ভোরে সিরিয়ার পূর্ব দিকে হামলা চালিয়েছে আমেরিকা। তবে ঠিক কোন কোন জায়গায় হামলা চালানো হয়েছে, হতাহতের পরিসংখযানও বা কী, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে মার্কিন প্রতিরক্ষা সচিবের বিবৃতিতে সাফ জানানো হয়েছে, আমেরিকা কোনওরকম সংঘর্ষ চাইছে না। কিন্তু মার্কিন নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই পাল্টা এই হামলা করা হয়েছে। বাইডেনের নির্দেশেই এই গোটা অপারেশন চালানো হয়েছে বলে জানিয়েছেন লয়েড।

bihar drone

আমেরিকার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, গত ১৭ অক্টোবর থেকে ইরান ও সিরিয়ায় বসবাসকারী মার্কিন নাগরিকদের উপরে ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হয়েছে। যার জেরে এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে ২১ জন। মার্কিন নাগরিকদের রক্ষা করতে যে কোনও রকমের পদক্ষেপ করতে পারে আমেরিকা। তাই আত্মরক্ষার্থে এই হামলা চালানো হয়েছে। বুঝিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের হামলার পাল্টা দিতে কোনও দ্বিধা রাখবে না মার্কিন যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, বৃহস্পতিবারই ইজরায়েল-হামাস (Hamas) যুদ্ধ নিয়ে আমেরিকাকে সরাসরি হুমকি দিয়েছিলেন ইরানের বিদেশ মন্ত্রী হোসেন আমির আবদোল্লাহিন। তার পাল্টা সুর চড়িয়েছিলেন বাইডেনও (Joe Biden)।

Avatar
Monojit

সম্পর্কিত খবর