বাংলা হান্ট ডেস্কঃ একটা বছর পেরিয়ে গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গ্রেফতার হয়েছেন। শিক্ষক কেলেঙ্কারি (Teacher Recruitment Scam) মামলায় বারংবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন তিনি। আর এবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে আবেদন করার ইচ্ছাপ্রকাশ করলেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সেখান থেকে বেরোনোর সময় ‘নির্দোষ’ দাবি করে পার্থ বলেন, ‘‘আমি চাই আমার মুক্তি। অবিলম্বে জেল থেকে বেরোতে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ আবেদন করব। নির্দোষ প্রমাণিত করতে গেলে যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার আমি সেটা চাই। আমি নির্দোষ, আমি নির্দোষ।’’
এদিন আদালতের পথে ফের সরব হন পার্থ চট্টোপাধ্যায়। সমগ্র বিচার প্রক্রিয়ার ওপর আঙ্গুল তুলে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, ‘বিনা বিচারে একবছর হয়ে গেল। আমাকে এক বছর ধরে জোর করে আটকে রেখেছে। কে কী বলল, তাতে আমার যায় আসে না।’
প্রসঙ্গত, গত বছর ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) তার নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ইডি। তারপর একটা গোটা বছর পেরিয়ে গেলেও এখনও জেলবন্দি তৃণমূলের প্রাক্তন মহাসচিব। ইডির পর সিবিআইয়ের হাতেও গ্রেফতার হন পার্থ। বর্তমানে তার ঠিকানা প্রেসিডেন্সি জেল।
পার্থের গ্রেফতারির পর পরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘বিচারে আইন যা রায় দেবে, আমাদের দল মেনে নেবে। বিচারে যত চরমই শাস্তি হোক, আমরা কোনও হস্তক্ষেপ করব না। যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড!’’ সেই সময় এর প্রতিক্রিয়া দিতে গিয়ে পার্থ বলেছিলেন ‘‘ঠিকই বলেছেন।’’ ২৩ জুলাই গোয়েন্দাদের হাতে গ্রেফতার হওয়ার পরই পার্থকে দলের সব পদ, মন্ত্রীত্ব থেকে সরিয়ে দ্দেয় তৃণমূল। যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রী হামেশাই বলে গিয়েছেন, “দলের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।’’
দীর্ঘ এই সময়ের মধ্যে বারংবার বিস্ফোরক মন্তব্যও করছেন তিনি। সোমবারও ফের তিনি বলেন, ‘‘আমি নিয়োগকর্তা নই, সুপারিশকর্তা নই। কোনও ব্যাপারের সঙ্গে ছিলাম না। কে কী বলছে, জানার দরকার নেই, অনেকে অনেক কথা বলে। অনেক কথা বলেই আমরা এক থেকে ক্ষমতায় এসেছি।’’ আবার সূত্রের খবর, পার্থ নাকি ঘনিষ্ঠমহলে দাবি করেছেন এই দুর্নীতিতে জড়িত অনেকেই জেলের বাইরে রয়েছেন। যদিও কারও নাম নিতে চাননি তিনি।