নিয়োগ দুর্নীতিতে এবার গৌতম তান্তিয়ার নাম! কে এই ব্যক্তি? কুন্তলের কাণ্ডে তাজ্জব ED

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে তোলপাড় রাজ্য। শিক্ষক কেলেঙ্কারি ইস্যুতে একের পর নাম জড়িয়েছে শাসক দলের নেতা, মন্ত্রী থেকে শুরু করে বিধায়কের। নিয়োগ দুর্নীতির অভিযোগেই চলতি বছর জানুয়ারি মাসে ইডির (ED) হাতে গ্রেফতার হন হুগলীর তৃণমূল যুবর নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। যদিও বর্তমানে শাসকদল থেকে বিতাড়িত তিনি। কুন্তল গ্রেফতারির পর থেকেই বহু নতুন নতুন নাম জুড়েছে দুর্নীতির তালিকায়। এবার এই প্রাক্তন যুবনেতার সূত্র ধরেই উঠে এল গৌতম তান্তিয়ার।

নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে জেরার পর ইডির চার্জশিটে উঠে এল শিক্ষক ও রায়গঞ্জের সমাজকর্মী, পশুপ্রেমী গৌতম তান্তিয়ার নাম। জানা গিয়েছে, কুন্তল ঘোষকে জেরা করে যেসকল এজেন্টদের নাম এখনও পর্যন্ত পাওয়া গেছে সেখান থেকেই উঠে এসেছে গৌতম তান্তিয়ার নাম। এমনই একটি তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই জোর চৰ্চা সর্বত্র।

অন্যদিকে, ঘটনা সামনে আসতেই শুরু রাজনৈতিক তরজা। শিক্ষকের নাম সামনে আসতেই দুর্নীতি নিয়ে সরব গেরুয়া শিবির। এই বিষয়ে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, “মমতা সরকারের আমলে শিক্ষকরাও দুর্নীতির সঙ্গে যুক্ত। কুন্তল ঘোষকে জেরা করে এই জেলায় শুধু গৌতম তান্তিয়ার নাম উঠে আসলেও এমন আরও অনেক গৌতম তান্তিয়া এই জেলায় রয়েছে। সঠিক তদন্ত হলে এর রকম আরও বহুজনের নাম বেরিয়ে আসবে।”

ed

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ গৌতম তান্তিয়া। ভাইরাল হওয়া লিস্টটি ভুয়ো বলেই দাবি করেন তিনি। ধৃত কুন্তলকে জেরা করে তার নাম উঠে এলেও তিনি কুন্তলকে চেনেন না বলেই জানিয়েছেন। পাশাপাশি ইডির তরফেও তাকে ডাকা হয়নি বলেই জানান তিনি। তাকে ইডি ডাকলে সবরকম সহায়তা করারও আশ্বাস দিয়েছেন গৌতমবাবু।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর