‘বাবাকে ছাড়া তো জীবনে কিছুই করতে পারেননি’,মৃত কমল গুহকে নিয়ে উদয়নের তীর্যক মন্তব্যে ক্ষুব্ধ পরিবার

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে উত্তাল বঙ্গ। বঙ্গের বিভিন্ন দলের নেতা-মন্ত্রীরা ধীরে ধীরে মুখ খুলছেন এই প্রসঙ্গে। যা নিয়ে ক্রমেই চড়ছে পারদ। এই পরিস্থিতিতেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের শিরোনামে বড়সড় জায়গা করে নিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। এমনকী নিয়োগ দুর্নীতি নিয়ে দুদিন আগেই তার বাবা মৃত কমল গুহকে কাঠগোড়ায় তুলেছিলেন মন্ত্রী। যা নিয়ে রাজ্যজুড়ে সমালোচনার ঝড়। এবার তার মন্তব্যের বিরোধীতায় সরব খোদ পরিবারেরই সদস্য।

ঠিক কী বলেছিলেন উদয়ন? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, ‘আমি আবার বলছি, যদি যোগ্য প্রার্থীদের
বঞ্চিত করে, অপেক্ষাকৃত কম যোগ্যদের চাকরি দেওয়া দুর্নীতি হয়, তাহলে বাবা সেই সিস্টেমের অঙ্গ ছিলেন।’ মৃত বাবাকে নিয়ে নেতার এই মন্তব্য ঘিরেই গত কয়েকদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি। প্রসঙ্গত, কিছুমাস ধরে রাজ্যে হওয়া বিপুল পরিমান নিয়োগ দুর্নীতির অভিযোগে আঙ্গুল উঠেছে শাসকদলের দিকে। তৃণমূলও ছাড়ার পাত্র নয়, উল্টে বাম আমলে ‘চিরকুটে’ চাকরি প্রসঙ্গ তুলে এনেছে শাসকদল।

সিপিএম (CPM) জামানায় হাজার হাজার চাকরি চিরকুট সুপারিশে হয়েছে, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের (TMC)। প্রশ্ন তোলা হয়েছে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীর কলেজের চাকরির নিয়োগপ্রক্রিয়া নিয়েও। ঠিক সেই সময়েই মুখ খুলে নিজের বাবাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন উদয়ন গুহ। তাঁর বাবা বাম নেতা কমল গুহকে কাঠগড়ায় তুলতেও ছাড়েননি তিনি। নেতার একের পর এক মন্তব্যের পরই রাজনৈতিক মহলে উঠেছে নিন্দার ঝড়।

udayan

তবে শুধু সেখানেই সীমাবদ্ধ নেই সমালোচনা। একধাপ এগিয়ে এবার অসন্তোষের আঁচ খোদ উদয়নের নিজের পরিবারেই। নেতার মন্তব্যের পরই তার বিরোধিতায় সরব উদয়ন গুহর ভাগ্নি উজ্জয়িনী রায়। তিনি বলেন, ‘ উদয়ন বাবুর মন্তব্যের সঙ্গে সহমত নই। এ কথা মানতে পারছি না যে, আমার দাদু কমল গুহ অযোগ্যদের চাকরি দিয়েছেন যোগ্যদের বঞ্চিত করে। আমাদের পরিবারের অনেকেই মানতে পারছেন না। সবাই খুব আশ্চর্য এ কথা শুনে।’

দাদুর পাশে দাঁড়িয়েই উদয়ন গুহর ভাগ্নি তথা বিজেপি নেত্রী (BJP Leader) উজ্জয়িনী আরও বলেন, ‘মাননীয় উন্নয়ন মন্ত্রীর অনেক বয়স হয়েছে ওর পদত্যাগ করে তীর্থ করা উচিত। ওটাই এখন ওর জন্য আদর্শ। উনি ভুলভাল বকছেন। গত দু মাস ধরে আমরা দেখছি বিভিন্ন চাকরি কেলেঙ্কারিতে আমাদের শাসকদলের অনেক নেতা-নেত্রীকে ধরা হচ্ছে। সেখানে হয়তো উনিও যুক্ত আছেন। হয়তো না, উনিও যুক্ত আছেন। এখন নিজেরটা ঢাকার জন্য বাবাকে টেনে আনছেন। বাবাকে ছাড়া তো উনি জীবনে কিছুই করতে পারেননি।’


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর