চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! জেলা স্বাস্থ্য দপ্তরের মোটা বেতনের চাকরি, ইন্টারভিউ আগামী ২৪ তারিখ

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতে ফের সুখবর জেলার চাকরিপ্রার্থীদের জন্য। জেলা স্বাস্থ্য বিভাগে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে দুজনকে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। এই পদে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের।

দুজন কর্মচারী নিয়োগ করা হবে পশ্চিম মেদিনীপুর জেলা আয়ুষ হাসপাতালে। জেলা প্রশাসনের ওয়েবসাইটে দুটি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ জানুয়ারি ২০২৪-এ স্বাস্থ্যভবনে ইন্টারভিউয়ের মাধ্যমে দুজন কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ হবে আয়ুষ হাসপাতালে ইউডিএ (UDA) পদের জন্য।

আরোও পড়ুন : মলদ্বীপ ট্যুর ক্যান্সেল করলেই এক্কেবারে ফ্রি এই খাবারটি! বড় ঘোষণা ভারতের রেস্তরাঁর

এই পোস্টে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আবেদন জানাতে পারেন। তবে তার সাথে থাকতে হবে কম্পিউটারের বেসিক নলেজ। চুক্তিভিত্তিক এই পদে মাসিক বেতন দেওয়া হবে ২৩,৩০৫ টাকা। যাদের বয়স ৬২ বছরের মধ্যে তারাই আবেদনের যোগ্য। জানা যাচ্ছে এই ইন্টারভিউ নেওয়া হবে জেলা সিলেকশন বোর্ডের তত্ত্বাবধানে।

medical officer recruitment(1)

যে সকল প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তাদের ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে প্রয়োজনীয় নথি সহ জমা দিতে হবে। এক্ষেত্রে অসংরক্ষিত প্রার্থীদের জন্য ১০০ টাকা ও সংরক্ষিত প্রার্থীদের জন্য ৫০ টাকা আবেদনমূল্য রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে প্রার্থীদের আগামী ২৪ শে জানুয়ারি বেলা ১১ঃ০০ টার মধ্যে নথির আসল ও ফটোকপি সহ উপস্থিত হতে হবে ইন্টারভিউ এর জন্য। এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আবেদনকারীরা জেলা প্রশাসনের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর