ওষুধের পাতায় লাল রঙের দাগ কি বিপদ সঙ্কেত? বিশেষ সতর্কতা স্বাস্থ্য মন্ত্রকের

বাংলাহান্ট ডেস্ক : সামান্য জ্বর-জ্বলা হলে অনেকেই ডাক্তারের কাছে না গিয়ে ওষুধের দোকান থেকে ওষুধ চেয়ে খেতে শুরু করে দেন। সেই সময় কখনও কি খেয়াল করে দেখেছেন ওষুধের পাতায় লম্বা লাল রঙের যে দাগটি রয়েছে সেটি কীসের সংকেত? অধিকাংশ মানুষই এই বিষয়ে মাথা ঘামায় না।

লক্ষ্য করে দেখবেন, বেশ কিছু ওষুধের পাতার একপাশে থাকে লাল রঙের বিশেষ একটি চিহ্ন। এই চিহ্ন থাকা ওষুধ সাধারণত চিকিৎসকের পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়া খাওয়া যায় না। কারণ, ওষুধের ডোজ কম-বেশি হলেই কিন্তু মারাত্মক বিপদ ঘটতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই নিয়ে সচেতন করতে রবিবার স্বাস্থ্য মন্ত্রক বিশেষ একটি নির্দেশিকা জারি করেছে।

   

আরোও পড়ুন : ৮০০০ বছরের পুরনো, মিলল বিশ্বের প্রাচীনতম রুটির হদিশ, তুরস্কে বড় খোঁজ প্রত্নতাত্ত্বিকদের

বৈধ প্রেসক্রিপশন ছাড়া এই ধরনের ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক। এক্স হ্যান্ডেলের একটি পোষ্ট করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। সেখানে লেখা হয়েছে, ওষুধ কেনার সময় মেয়াদ দেখার পাশাপাশি, ওষুধের পাতার উপর লাল চিহ্নটি রয়েছে কি না, তা দেখে নিতে অনুরোধ করা হয়েছে ক্রেতাদের।

আরোও পড়ুন : ভাড়া বৃদ্ধি ভোটের সময়! বেসরকারি গাড়ি নিলে কত টাকা দেওয়া হবে, স্পষ্ট করল রাজ্য সরকার

মনে রাখবেন, রাস্তায় যেমন লাল সিগনাল দেখলে চলন্ত যানবাহন, মানুষ থেমে যায়। ঠিক তেমনই এবার থেকে ওষুধের পাতার পিছনে এই লম্বা লাল চিহ্নটি দেখলে আপনাকেও থেমে যেতে হবে। ওষুধ কেনার আগে যথেষ্ট সতর্ক হতে হবে। না হলে, বিপদে পড়বেন আপনি। ওই লাল চিহ্নটির অর্থ যে কেউ এই ওষুধ খেতে পারবেন না।

1001335 c 1024x1024

একমাত্র চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এই ঔষুধ সেবন করা যাবে। তবে, যে কোন ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের সাথে আলোচনা করা দরকার। এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এই নিয়ম অগ্রাহ্য করলে শারীরিক সমস্যায় পড়তে হবে আপনাকেই। তাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর