বাংলাহান্ট ডেস্ক: আগে ছিল ‘বরিশালের বর আর কলিকাতার কনে’। সেসব এখন অতীত। লকডাউনের সময় (lockdown) এখন সবই জোনভিত্তিক। রেড, অরেঞ্জ ও গ্রিন জোনে ভাগ হয়েছে গোটা দেশ। আর তার প্রভাব পড়েছে বিয়েতেও। আর তা এমনই যে রেড জোনের (red zone) বরের সঙ্গে গ্রিন জোনের (green zone) কনের বিয়ে (marriage) হচ্ছে তাও আবার রাজ্যের সীমান্তে।
সম্প্রতি এমনই অদ্ভূত কাণ্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাত্র বছর ২৮ এর অরবিন্দ কুমার। পাত্রী ছায়া রানীর বয়স ২৫ বছর। অরবিন্দ থাকেন উত্তর প্রদেশের বিজনোর জেলায়, অপরদিকে ছায়া থাকেন উত্তরাখণ্ডের উধম সিং নগরে। লকডাউন ঘোষনার আগেই বিয়ে ঠিক হয়েছিল দুজনের। কিন্তু মাঝে এতদিন কেটে যাওয়ায় কালার জোনগুলিই সমস্যা সৃষ্টি করেছে।
অরবিন্দ পড়ে গিয়েছেন রেড জোনে, ছায়া রয়েছেন গ্রিনে। তার ওপর লকডাউনে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া অসম্ভব। এমতাবস্থায় বিয়ে কিকরে সম্ভব? তবে হাল ছাড়তে রাজি নন অরবিন্দ। বিয়ের দোহাই দিয়ে বিজনোর জেলা প্রশাসনের কাছ থেকে বিশেষ ট্রাভেল পাস আদায় করেছিলেন তিনি। তাই নিয়েই চললেন বিয়ে করতে।
কিন্তু বিজনোর সীমান্তেই তাকে আটকানো হয়। রেড জোনের বাসিন্দা হওয়ায় গ্রিন জোনে তার প্রবেশ নিষিদ্ধ। তবে সীমান্তবর্তী কোনও এলাকাতেই বিয়ে করার অনুমতি দিয়েছিল পুলিস। সেই মতো ছায়াকে নিয়ে আসেন তার বাবা মা। যেখানে অরবিন্দকে আটকানো হয়েছিল সেই ধরমপুরা পুলিস পিকেটেই বসে বিয়ের আসর।
বিয়েতে অতিথিদের মতো যোগ দেন পুলিসরাও। সকলে সামাজিক দূরত্ব মানছেন কিনা, মাস্ক পরছেন কিনা সেদিকে নজর রাখেন তারা। এই আজব বিয়ের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।