বাংলা হান্ট ডেস্কঃ ২৪ সেপ্টেম্বর QUAD দেশ আমেরিকায় এক হচ্ছে। QUAD-র নেতারা প্রথমবার মুখোমুখি হতে চলেছেন। আর এই বৈঠকের আগেই টেনশনে পড়ে গিয়েছে চিন। QUAD মিটিং নিয়ে করা প্রশ্নে চিনের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ন বলেন, ‘আঞ্চলিক সহযোগিতা কাঠামো কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্যবস্তু করা উচিত নয় এবং তাঁর স্বার্থের ক্ষতি করা উচিত নয়। তিনি আরও যোগ করেছেন যে QUAD গ্রুপ জনপ্রিয় হবে না এবং তার কোন ভবিষ্যৎ নেই।”
#FMsays Regional cooperation framework should not target a third party and damage its interests, FM spokesman Zhao Lijian said after the #US announced to host a summit with Australia, India and Japan next week aiming to confront China. pic.twitter.com/zY2pjnlq8X
— China Daily (@ChinaDaily) September 14, 2021
বলে দিই, ২০২১-র মার্চে QUAD দেশগুলির নেতারা ভার্চুয়ালি মিটিং করেছিলেন। এরপর এটাই QUAD দেশের প্রথম মুখোমুখি বৈঠক। ভারতীয় বিদেশ মন্ত্রালয় নিজেদের বক্তব্যে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী QUAD-র বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন আর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এই মিটিংয়ে ১২ মার্চ ২০২১-এ হওয়া সম্মেলনের পরের প্রগতি নিয়ে সমীক্ষা করা হবে।
এই মিটিংয়ে অংশীদারিত্ব এবং আঞ্চলিক ইস্যুগুলি নিয়ে চর্চা হবে। করোনা মহামারী, করোনার ভ্যাকসিন, কানেক্টিভিটি আর ইনফ্রাস্ট্রাকচার, সাইবার সুরক্ষা, মানবিক সহায়তা, ত্রাণ, জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হবে।
পাশাপাশি একটি স্বাধীন সমাবেশি ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চল নিয়েও আলোচনা হবে। এছাড়াও আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিশেষ চর্চা হওয়ার সম্ভাবনা রয়েছে। মিডিয়া রিপোর্টস অনুযায়ী, কোয়াড নেতা বিশেষ করে জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত বৈঠকও হতে পারে।