শাহরুখের সঙ্গে সম্পর্ক তিক্ততায় ভরা! প্রায় ৩০ বছর পর প্রথমবার মুখ খুললেন নানা পাটেকর

বাংলা হান্ট ডেস্ক : আজ থেকে প্রায় ৩০ বছর আগের কথা। শাহরুখ (Shah Rukh Khan) তখন বলিউডে সবে পা রেখেছেন। কাজ শুরু করেছেন টিনসেল নগরীতে। সেইসময় আলাপ হয় কিংবদন্তি তারকা নানা পাটেকরের (Nana Patekar) সঙ্গে। অভিনেতার সঙ্গে কিং খানের প্রথম ছবির নাম ছিল ‘রাজু বন গয়া জেন্টলম্যান’। এছাড়াও ‘শক্তি দ্য পাওয়ার’ নামে আরও একটি ছবিতে কাজ করেছিলেন এই দুই অভিনেতা।

তবে তাদের মধ্যে হৃদ্যতা যে একেবারেই নেই তা প্রথম শোনা যায় নানা পাটেকরের মুখে। আর এবার আরও একবার সেই বিষয়েই মুখ খুললেন প্রবীণ অভিনেতা নানা পাটেকর। আসলে এইদিন আসন্ন ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ (The Vaccine War) ছবির প্রচারে এসেই এই প্রসঙ্গে নিজের বক্তব্য শোনালেন অভিনেতা।

   

নানা পাটেকরের কথায়, ‘শাহরুখ খুব ভালো শিল্পী। ওর প্রথম ছবি, রাজু বন গেল জেন্টলম্যান, আমার সঙ্গে ছিল। পরে আরও একটি ছবি প্রথম মুক্তি পেয়েছিল, তবে ওর প্রথম ছবিই তো আমার সঙ্গে ছিল। আপনি ওকেও জিজ্ঞাসা করতে পারেন, আমি সেসময়ই ওকে বলেছিলাম, ওর প্রথম ছবির সময়, যে ও একদিন অনেক বড় তারকা হয়ে উঠবে।’

আরও পড়ুন : রূপে লক্ষ্মী গুণে সরস্বতী! শিমুলের চেয়ে ঢের বেশি সুন্দরী পরাগের বাস্তব জীবনের স্ত্রী

এরপর কখনও শাহরুখের সাথে মুখোমুখি বসেছেন কী না জিজ্ঞেস করা হলে নানা বলেন, ‘যখনই ওর সঙ্গে আমার দেখা হয়, উনি খুবই সম্মান কদেন, ওর সঙ্গে আমার কোনও সমস্যা নেই। ও আমার আপন, ও আমার থেকে বয়সেও ছোট, তাহলে কেন ওর সঙ্গে আমার সমস্যা হবে?’

আরও পড়ুন : ‘গদর ২’ বা ‘কেরালা স্টোরি’ নয়! ভারত থেকে অস্কারে এন্ট্রি নিল এই ব্লকব্লাস্টার ছবি, খুশি ভক্তরা

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯২ সালে ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করার কথা ছিল শাহরুখের। তবে ঘটনাচক্রে তার আগেই মুক্তি পেয়ে যায় ‘দিওয়ানা’ ছবিটি। এদিকে নানা পাটেকরের কেরিয়ারের কথা বললে, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। আগামীকাল অর্থাৎ ২৮ সেপ্টেম্বরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর