আম্বানির বড়সড় পদক্ষেপ! এবার দেশে চলবে রিলায়েন্সের গাড়ি, এই কোম্পানির সাথে সম্পন্ন হচ্ছে চুক্তি

বাংলা হান্ট ডেস্ক: দেশের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স (Reliance) এবার অটোমোবাইল শিল্পে প্রবেশ করতে চলেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মুকেশ আম্বানির রিলায়েন্স MG মোটর ইন্ডিয়ার মাধ্যমে ভারতীয় অটোমোবাইল সেক্টরে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য যে, MG মোটর হল চিনের SIAC মোটরের মালিকানাধীন একটি সংস্থা। ওই সংস্থাটি ভারতীয় বাজারে তার বেশিরভাগ অংশীদারিত্ব বিক্রি করার চেষ্টা করছে।

এমনিতেই গত কয়েক বছরে ভারত ও চিনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। যার প্রত্যক্ষ প্রভাব পরিলক্ষিত হয়েছে MG মোটরের ব্যবসাতেও। এদিকে, মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পাশাপাশি হিরো গ্রুপ, প্রেমজি ইনভেস্ট এবং জেএসডব্লিউ গ্রুপের মতো সংস্থাগুলি MG মোটর ইন্ডিয়াতে অংশীদারিত্ব কেনার চেষ্টা করছে। তবে, রিলায়েন্স কত শতাংশ শেয়ার গ্রহণ করবে তা চুক্তির পরেই জানা যাবে। এদিকে, এই বছরের শেষ নাগাদ চুক্তিটি চূড়ান্ত হতে পারে বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমান সময়ে চিনের সঙ্গে যুক্ত বিভিন্ন কোম্পানি ভারত সরকারের সাথে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে। এদিকে, MG মোটর তার ভারতীয় কার্যক্রমে অতিরিক্ত বিনিয়োগের জন্য তার মূল কোম্পানির কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য সরকারের অনুমোদনও চেয়েছে। এই অনুমোদনের পর দুই বছর অতিবাহিত হলেও কোনো লাভ হয়নি। এমন পরিস্থিতিতে কোম্পানিটি এখন শুধু ভারতীয় সংস্থাগুলির মাধ্যমে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।

গুজরাটে হচ্ছে উৎপাদন: জানিয়ে রাখি যে MG-র গুজরাটের হালোলে একটি উৎপাদন কারখানা রয়েছে। যেখানে এটি প্রতি বছর ১.২ লক্ষ গাড়ি উৎপাদনের ক্যাপাসিটি রয়েছে। অদূর ভবিষ্যতে, হালোলে একটি অ্যাড-অন প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনাও রয়েছে। যার ফলে উৎপাদন ক্ষমতা বার্ষিক ৩ লক্ষ ইউনিট হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এদিকে, দ্বিতীয় দফার উন্নয়নের জন্য আগামী ২ থেকে ৪ বছরে প্রায় ৫,০০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করার পরিকল্পনা করেছে সংস্থাটি। যার জন্য তারা স্থানীয় অংশীদার এবং বিনিয়োগকারীদের বেশিরভাগ অংশীদারিত্বের সুযোগ দেবে।

b36feb8b3c

উল্লেখ্য যে, MG মোটর ইন্ডিয়া সম্প্রতি তার সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি MG Comet EV চালু করেছে এবং এর প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য হল ৭.৯৮ লক্ষ টাকা। এর পাশাপাশি, MG মোটর ভারতীয় বাজারে মোট ৬ টি গাড়ি বিক্রি করে। যেগুলি হেক্টর এবং হেক্টর প্লাস, গ্লোস্টার, জেডএস ইভি এবং অ্যাস্টার। এমতাবস্থায়, MG মোটর ইন্ডিয়া আগামী সময়ে ভারতে বৈদ্যুতিক গাড়ির উপর বিশেষ জোর দিয়ে ৪ থেকে ৫ টি নতুন গাড়ি লঞ্চ করার ঘোষণা করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর