বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে বাড়তে থাকা করোনা আবহে আবারও দেবদূতের মত এগিয়ে এল রিলায়েন্স ফাউন্ডেশন (Reliance Foundation)। গতবছর থেকে নানাভাবে সাহায্য করার পর চলতি বছরে গুজরাট সহ অন্য রাজ্যেও অক্সিজেন পৌঁছে দেওয়ার পাশাপাশি এবার হাসপাতালে বিনামূল্যে বেডের ব্যবস্থা চালু করছে রিলায়েন্স ফাউন্ডেশন। অর্থাৎ, জামনগরের কয়েকটি হাসপাতালে ১০০০ বেডে বিনামূল্যে চিকিৎসা পাবেন রোগীরা।
করোনার দ্বিতীয় হানায় সর্বাপেক্ষা সংকট দেখা দিয়েছে অক্সিজেন এবং হাসপাতালের বেডের ক্ষেত্রে। বেশকিছু জায়গায় যেমন অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে, তেমনই হাসপাতালে বেডের অভাবে অনেক রোগীকে হাসপাতাল চত্বরে বসে থাকতেও দেখা গেছে।
জানা গিয়েছে, কিছুদিনের মধ্যেই জামনগরের Government Dental College & Hospital -এ বিনামূল্যে ৪০০ বেডের ব্যবস্থা করা হবে। আর বাকি ৬০০ বেডের ব্যবস্থা আগামী দু’সপ্তাহের মধ্যেই চালু করা হবে বলে জানা গিয়েছে। সেইসঙ্গে এই সমস্ত জায়গায় মেডিকেল সাপোর্ট, ডাক্তার, নার্স সব পরিষেবাই পর্যাপ্ত পরিমাণে থাকবে।
এবিষয়ে Reliance Industries Ltd-এর গ্রুপ প্রেসিডেন্ট শ্রী ধনরাজ নাথওয়ানি জানিয়েছেন, ‘এই করোনা সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, এমনকি Reliance-এর CMD মুকেশ আম্বানিও মানুষের পাশে রয়েছেন। চেয়ারম্যান মুকেশ আম্বানির নির্দেশেই রিলায়েন্স টিম মানুষের সাহায্যে পৌঁছে যাছে’।
অন্যদিকে রিলায়েন্স ফাউন্ডেশনের ফাউন্ডার এবং চেয়ার পারসন শ্রীমতী নিতা আম্বানি বলেছেন, ‘দেশের এই সংকটের দিনে আমরা মানুষের পাশে রয়েছি। রিলায়েন্স ফাউন্ডেশন মানুষের এই সংকটের দিনে তাদের পাশে আছে। এই মুহূর্তে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার কথা মাথায় রেখে বিনামূল্যে গুজরাটের জামনগরে Reliance Foundation অক্সিজেন সাপোর্ট সহ ১০০০ বেডের হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়েছি। এক সপ্তাহের মধ্যেই এই প্রথম ৪০০ বেড তৈরি হবে এবং বাকিটা পরের সপ্তাহেই তৈরি হবে’।