বাংলাহান্ট ডেস্কঃ রিলায়েন্স ( Reliance) ভারতের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা গুলির একটি। ইতিমধ্যেই এই বেসরকারি সংস্থাটি করোনা মোকাবিলায় ভারতের ত্রান তহবিলে অর্থসাহায্য করেছে। এবার করোনার কারনে অর্থনৈতিক ভাবে বিধ্বস্ত নিম্নবর্গের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে অন্ন সংস্থানের দ্বায়িত্ব নিল। রিলায়েন্সের মিশন অন্ন সেবা-র আওতায় দেশের ৩ কোটি গরিব মানুষকে খাওয়ানোর দ্বায়িত্ব নিল মুকেশ অম্বানির সংস্থা।
মুম্বই, সিলভাসা, বরোদা, পাতালগঙ্গা, হাজিরা, ঝাজ্জর, শাহদল, জামনগর, দাহেজ, নাগোথানে, গাড়িমোগা ও হোশিয়ারপুরে রিলায়েন্সের কর্মী স্বেচ্ছাসেবকরা গরিব মানুষদের বিনামূল্যে খাওয়ানোর দ্বায়িত্ব নিয়েছে৷ রিলায়েন্সের পেট্রোল স্টেশনগুলিতে ট্রাক ড্রাইভারদেরও বিনামূল্যে খাবার বিলি করছে রিলায়েন্স।
https://www.instagram.com/p/B_CWoYIlE19/?igshid=1wdhhkqfrqnjl
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যাবতীয় সমাজসেবামূলক কাজ করে থাকে রিলায়েন্স ফাউন্ডেশন৷ ইতিমধ্যেই মিশন অন্ন সেবা প্রকল্পের আওতায় দেশের ১৬টি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলে ৬৮টি জেলায় ২ কোটি খাবার দিয়েছে এই সংস্থা।
https://www.instagram.com/p/B_OsVY5lUN_/?igshid=8gzbxbwze74w
https://www.instagram.com/p/B_C6ZXClIUV/?igshid=178fyt520p9qt
ভারতে প্রথম করোনা আক্রান্তের খবর ৩০ জানুয়ারি কেরলে পাওয়া গেছিল, আর ২৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউনের ঘোষণা করেছিল। প্রথম মামলা পাওয়া আর লকডাউনের ঘোষণার মধ্যে ৫৫ দিন অতিক্রান্ত হয়েছিল আর রোগীর সংখ্যা মাত্র ৪৩৪ ছিল এবং মাত্র ৯ জনের মৃত্যু হয়েছিল।
ভারতে এখনো পর্যন্ত এই মারন ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮,৬০১। মৃত্যু হয়েছে ৫৯০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩২৫২ জন। চিকিৎসা চলছে ১৪৭৫৯ জনের। রাজ্যের বিচারে সবথেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্র। এখনো পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ৪৬৬৬ জন।
তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রালয় থেকে জানানো হয়েছে, আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। তবে আগামী দিনে ভারতের ভবিষ্যৎ কি হবে, তা আগামী ৫-৭ দিনের মধ্যেই নির্ভর করেছে বলে জানালেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIMS) -এর ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া।