বাংলা হান্ট ডেস্ক: ভারতের শ্রেষ্ঠ ধনুকবের হিসেবে বিবেচিত মুকেশ আম্বানি এবার শেয়ার বাজারে ডবল ধামাকার প্রস্তুতি নিচ্ছেন। উল্লেখ্য যে, কোম্পানির (Reliance Industries) সাম্প্রতিক বার্ষিক সাধারণ সভায় তিনি রিলায়েন্স জিওর IPO আনার ঘোষণা করেন। এখন জানা যাচ্ছে যে, কোম্পানিটি ২০২৭ সালে রিলায়েন্স রিটেইলের ইস্যু আনারও প্রস্তুতি নিচ্ছে। দ্য হিন্দু বিজনেসলাইনের একটি রিপোর্ট অনুসারে, রিলায়েন্স ভ্যালু লিস্টিং প্রায় ২০০ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬.৭ লক্ষ কোটি টাকা) হতে পারে।
বড় পরিকল্পনা রিলায়েন্সের (Reliance Industries):
জানিয়ে রাখি যে, রিলায়েন্স তার কার্যক্রম আরও জোরদার করার জন্য রিলায়েন্স রিটেইলের (Reliance Industries) সঙ্গে এফএমসিজি ইউনিট এবং রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস সংযুক্ত করেছে। এছাড়াও, কোম্পানিটি ভালো পারফর্ম করছে না এমন স্টোর বন্ধ করে ব্যবসা উন্নত করার চেষ্টা করছে। সিঙ্গাপুরের জিআইসি, আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি, কাতার ইনভেস্টমেন্ট অথোরিটি, কেকেআর, টিপিজি এবং সিলভার লেকের মতো বড় বিনিয়োগকারীরা তাদের টাকা তুলে নেওয়ার সুযোগ পাবে।
এদিকে, রিলায়েন্স রিটেইল (Reliance Industries) তাদের রিলায়েন্স স্মার্ট, ফ্রেশপিক, রিলায়েন্স ডিজিটাল, জিওমার্ট, রিলায়েন্স ট্রেন্ডস, ৭-ইলেভেন এবং রিলায়েন্স জুয়েলসের মতো ব্র্যান্ডগুলি ধরে রাখবে। কিছু ফরম্যাট একত্র করার কথাও বলা হচ্ছে। তবে এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
আরও পড়ুন: যুদ্ধবিরতিতে নেই ট্রাম্পের ভূমিকা! মার্কিন প্রেসিডেন্টকে ঝটকা দিয়ে ভারতের সুরেই সুর মেলাল পাকিস্তান
জিওর আসন্ন IPI: জিওর (Reliance Industries) কথা বলতে গেলে, এই সংস্থার আইপিও হতে পারে ভারতের এখনও পর্যন্ত সবথেকে বড় IPI। যার মূল্য ১৩.৫ লক্ষ কোটি টাকা পর্যন্ত হতে পারে। গোল্ডম্যান শ্যাক্স জিওর ভ্যালু নির্ধারণ করেছে ১৫৪ বিলিয়ন ডলার। জেফরিসের অনুসারে আনুমানিক ভ্যালু ১৪৬ বিলিয়ন ডলার এদিকে, ম্যাককোয়ারি ১২৩ বিলিয়ন ডলার এবং এমকে ১২১ বিলিয়ন ডলারের অনুমান করেছে। লিষ্টিংয়ের পর, জিওর ভ্যালু ১৩৪-১৪৬ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১১.২-১২.১৯ লক্ষ কোটি টাকা) হতে পারে। যা এটিকে ভারতের শীর্ষ ৫ লিস্টেড কোম্পানির মধ্যে একটি করে তুলবে।
আরও পড়ুন: বিশ্বকাপের আগেই বড় চমক স্মৃতি মান্ধানার! ICC র্যাঙ্কিংয়ে পৌঁছে গেলেন শীর্ষে
রিলায়েন্সের শেয়ারের দাম: উল্লেখ্য যে, রিলায়েন্সের (Reliance Industries) শেয়ারের দাম ০.৪৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৪০৫.৩০ টাকায় বন্ধ হয়েছে। গত ৬ মাসে কোম্পানির শেয়ারের দাম ১৩ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।