লক্ষ লক্ষ বিনিয়োগকারীর খুলবে কপাল! ভারতের সবথেকে বড় IPO আনতে চলেছেন মুকেশ আম্বানি

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেশের শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) দেশের সবথেকে বড় IPO আনার প্রস্তুতি নিচ্ছে। একটি রিপোর্ট অনুসারে, রিলায়েন্স তার টেলিকম কোম্পানি জিও ইনফোকমের IPO আনছে। উল্লেখ্য যে, IPO মানে ইনিশিয়াল পাবলিক অফারিং। এর অর্থ হল কোম্পানিটি প্রথমবারের মতো সাধারণ জনগণের কাছে তার শেয়ার বিক্রি করবে। ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুসারে, রিলায়েন্স এই কোম্পানির মাত্র ৫ শতাংশ শেয়ার বিক্রি করতে চায়। এর মাধ্যমে কোম্পানিটি ৬ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৫২,২০০ কোটি টাকা পাবে। যদি এমনটা হয়, তাহলে এটি হবে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় IPO। এখনও পর্যন্ত এই রেকর্ডটি ছিল হুন্ডাই ইন্ডিয়ার দখলে। ওই সংস্থার গত বছর নিয়ে আসা IPO ছিল ২,৮০০০ কোটি টাকার।

বড় পদক্ষেপের পথে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries):

সূত্রের খবর অনুযায়ী, কোম্পানিটি এই বিষয়ে মার্কেট রেগুলেটর SEBI-র সঙ্গে কথা বলছে। নিয়ম অনুসারে, কোম্পানিটিকে তার শেয়ারের কমপক্ষে ২৫ শতাংশ সাধারণ জনগণের কাছে বিক্রি করতে হবে। কিন্তু রিলায়েন্স জানিয়েছে যে বাজারে এত শেয়ার কেনার মতো বিনিয়োগকারী নেই। এদিকে, এই IPO মেটা প্ল্যাটফর্ম (ফেসবুক) এবং অ্যালফাবেট ইনকর্পোরেটেড (গুগল)-এর মতো বড় কোম্পানিগুলিকে উপকৃত করবে। এই কোম্পানিগুলি ২০২০ সালে রিলায়েন্সের (Reliance Industries) ডিজিটাল ব্যবসায় ২০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছিল। সেই সময়, জিও প্ল্যাটফর্মের ভ্যালু আনুমানিক ৫৮ বিলিয়ন ডলার ছিল। উল্লেখ্য যে, জিও প্ল্যাটফর্মের মধ্যে রিলায়েন্সের ডিজিটাল এবং টেলিকম ব্যবসা অন্তর্ভুক্ত রয়েছে।

Reliance Industries is going to bring the India's largest IPO.

AGM-এর দিকে নজর: এদিকে, কিছুদিন আগেই রয়টার্স জানিয়েছিল যে রিলায়েন্স (Reliance Industries) এই বছর জিওর IPO আনবে না। বিশেষজ্ঞরা মনে করেন যে জিওর মূল্য ১০০ বিলিয়ন ডলারেরও বেশি। তাই, জিও চায় IPO আনার আগে তার আয় এবং গ্রাহক বৃদ্ধি হোক। এর পাশাপাশি, সংস্থাটি তার ডিজিটাল ব্যবসাও সম্প্রসারণ করতে চায়। যাতে এর ভ্যালু আরও বৃদ্ধি পায়। এখন সকলের নজর রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভার (Annual General Meeting) দিকে। যেখানে কোম্পানির কার্যকারিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন: মেদিনীপুরের মেয়ে গড়লেন ইতিহাস! ১৩ ঘন্টা ৪৫ মিনিটে ইংলিশ চ্যানেল অতিক্রম করলেন আফরিন

যদিও AGM-এর তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে এটি, আগামী অগাস্ট মাসে সম্পন্ন হবে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই Citi এক রিপোর্টে জানিয়েছে যে, রিলায়েন্সের (Reliance Industries) AGM-এ সকলের নজর জিওর লিস্টিংয়ের দিকে থাকবে। তাই, বিলম্বের খবর পাওয়া যাচ্ছে। তবে, এটাও সম্ভব যে SEBI লিস্টিংয়ের নিয়মে কিছু পরিবর্তন আনতে পারে। যা জিওকে উপকৃত করবে। জানিয়ে রাখি যে, ২০২৫ সালের গোড়ার দিকে রিলায়েন্সের শেয়ারগুলি ভালো পারফর্ম করেছিল। কিন্তু প্রথম ত্রৈমাসিকের ফলাফল প্রত্যাশা অনুযায়ী ছিল না।

আরও পড়ুন: সত্যি হল জাপানের “বাবা ভাঙ্গা”-র ভবিষ্যদ্বাণী! চলে এল ভয়ঙ্কর সুনামি, ঘনিয়ে আসছে আরও বিপদ

শেয়ারের দাম কতদূর যাবে: একাধিক ব্রোকারেজ এই কোম্পানির শেয়ারের লক্ষ্যমাত্রা কমিয়ে দিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে O2C এবং রিটেল ইউনিটগুলি দ্বিতীয় ত্রৈমাসিকে উন্নতি দেখতে পারে। ম্যাককোয়ারি রিলায়েন্সের শেয়ারকে “আউটপারফর্ম” রেটিং দিয়েছেন এবং টার্গেট প্রাইস ১,৫৮০ টাকা নির্ধারণ করেছে। তারা জানিয়েছে যে, বার্ষিক সাধারণ সভায় ভালো খবর আসতে পারে। যা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (Reliance Industries Limited) শেয়ারের দামকে সাপোর্ট করবে।