AI-র দুনিয়ায় উঠবে ঝড়! ফেসবুকের সঙ্গে মেগা ডিল মুকেশ আম্বানির, চমকে দেবে পরিকল্পনা

Published on:

Published on:

Reliance Industries takes big step to create a storm in the AI ​​sector.

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Reliance Industries) আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স তথা AI-র সেক্টরে একটি বড় পদক্ষেপ গ্রহণ করছে। মূলত, কোম্পানিটি মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেটেডের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ফেসবুক ওভারসিজ ইনকর্পোরেটেডের সঙ্গে একটি জয়েন্ট ভেঞ্চারের ঘোষণা করেছে।

বড় পদক্ষেপ রিলায়েন্সের (Reliance Industries):

এদিকে, নতুন এই জয়েন্ট ভেঞ্চারের নাম হবে রিলায়েন্স এন্টারপ্রাই ইন্টেলিজেন্স লিমিটেড (REIL)। যেখানে রিলায়েন্সের ৭০ শতাংশ এবং ফেসবুকের ৩০ শতাংশ শেয়ার থাকবে বলেও জানা গিয়েছে। শনিবার শেয়ার বাজারের একটি ফাইলিংয়ে RIL জানিয়েছে যে, ২৪ অক্টোবর, ২০২৫ তারিখে, রিলায়েন্স ইন্টেলিজেন্স লিমিটেড, REIL গঠন করে। কোম্পানিটি ভারতের এবং এর প্রাথমিক লক্ষ্য হবে এন্টারপ্রাইজ AI পরিষেবাগুলি ডেভেলপ, মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন করা।

Reliance Industries takes big step to create a storm in the AI ​​sector.

কোটি কোটি টাকা বিনিয়োগ: এই জয়েন্ট ভেঞ্চার চুক্তির অধীনে, রিলায়েন্স ইন্টেলিজেন্স এবং ফেসবুক ওভারসিজ যৌথভাবে মোট ৮৫৫ কোটি টাকার প্রাথমিক মূলধন বিনিয়োগ করবে। রিলায়েন্স (Reliance Industries) তাদের শেয়ারহোল্ডিং অনুপাতের ওপর ভিত্তি করে বিনিয়োগের বেশিরভাগ অংশে অবদান রাখবে। অন্যদিকে ফেসবুক বাকি ৩০ শতাংশ বিনিয়োগ করবে। কোম্পানিটি স্পষ্ট করে জানিয়েছে যে, REIL গঠনের জন্য কোনও সরকারী বা নিয়ন্ত্রক অনুমোদনের প্রয়োজন নেই। যার ফলে প্রক্রিয়াটি ত্বরান্বিত হবে।

আরও পড়ুন: ৫ বছরে ৫৮,০০০ শতাংশেরও বেশি রিটার্ন! ২৫ টাকারও কম মূল্যের এই শেয়ারে মালামাল বিনিয়োগকারীরা

এন্টারপ্রাইজ AI-এর ওপর জোর: জানিয়ে রাখি, REIL বৃহৎ ব্যবসার জন্য কাস্টমাইজড AI সলিউশন তৈরির ওপর জোর দেবে। যার মধ্যে ডেটা অ্যানালিটিক্স থেকে শুরু করে অটোমেশন, প্রেডিকটিভ মডেলিং এবং স্মার্ট ডিসিশন সাপোর্ট সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষজ্ঞদের মত অনুযায়ী, এই অংশীদারিত্ব ভারতীয় শিল্পগুলিকে বিশ্বব্যাপী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ODI-তে দাপট ভারতের! এই ৫ টি কারণেই বাজিমাত টিম ইন্ডিয়ার

রিলায়েন্সের ডিজিটাল সম্প্রসারণ: এদিকে, এই পদক্ষেপটি রিলায়েন্সের (Reliance Industries) ডিজিটাল এবং প্রযুক্তি সম্প্রসারণ কৌশলের অংশ। পূর্বে জিওর মাধ্যমে টেলিকম বিপ্লব ঘটানোর পর, কোম্পানিটি এখন AI এবং ক্লাউড কম্পিউটিংয়ে নেতৃত্ব দেওয়ার লক্ষ্য নিয়েছে। এমতাবস্থায়, মেটার সঙ্গে এই সহযোগিতা এটি রিলায়েন্সকে বিশ্বব্যাপী AI ইকোসিস্টেমে একটি শক্তিশালী অবস্থান প্রদান করবে। ২০২০ সালে, জানিয়ে রাখি যে, ফেসবুক জিও প্ল্যাটফর্মে ৫.৭ বিলিয়ন ডলার বা প্রায় ৪৩,৫৭৪ কোটি টাকা বিনিয়োগ করেছে। যার কারণে তারা বৃহত্তম মাইনোরিটি শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২০ সালের জুন মাসে ভারতের কম্পিটিশন কমিশন কর্তৃক অনুমোদিত এই বিনিয়োগের ফলে ফেসবুক জিও প্ল্যাটফর্মে ৯.৯৯ শতাংশ অংশীদারিত্ব লাভ করে। এই সংস্থাটি প্রায় ৫০ কোটি গ্রাহক নিয়ে RIL-এর টেলিকম ব্যবসার ভিত্তি তৈরি করেছে।