বাংলা হান্ট ডেস্ক: এবার নতুন রেকর্ডের অধিকারী হলেন ভারতের অন্যতম বিজনেস টাইকুন তথা ধনকুবের মুকেশ আম্বানি। ইতিমধ্যেই গত শুক্রবার আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিপুল তেল পরিশোধন মার্জিনের পাশাপাশি টেলিকম এবং ডিজিটাল পরিষেবাগুলিতে স্থায়ী বৃদ্ধি এবং খুচরো ব্যবসায় শক্তিশালী গতির কারণে মার্চের শেষ ত্রৈমাসিকে ২২.৫ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি করেছে।
ইতিমধ্যেই প্রকাশিত একটি বিবৃতি অনুযায়ী জানা গিয়েছে যে, ৩১ মার্চ, ২০২২-এর হিসেব অনুযায়ী, তেল থেকে শুরু করে টেলিকম গ্রুপ, সম্মিলিত ভাবে কোম্পানির আয় ১৬,২০৩ কোটি টাকা বেড়েছে। মূলত, ব্রডব্যান্ড গ্রাহকদের বৃদ্ধির পাশাপাশি, অনলাইন খুচরো বিক্রয় বৃদ্ধি এবং নতুন শক্তি বিনিয়োগের বৃদ্ধিও রিলায়েন্সের আয় বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে পরিগণিত হয়েছে। পাশাপাশি, ২০২২-এর আর্থিক বর্ষের চতুর্থ ত্রৈমাসিকে দেশের বৃহত্তম কোম্পানির একত্রিত রাজস্ব বাজারমূল্যের ভিত্তিতে বছরে ৩৫ শতাংশ বেড়ে ২.৩২ লক্ষ কোটি টাকা হয়েছে।
এদিকে, ২০২১-২২ সালের সমগ্ৰ আর্থিক বছরের জন্য (এপ্রিল ২০২১ থেকে মার্চ ২০২২), রিলায়েন্স ৭.৯২ লক্ষ কোটি (১০২ বিলিয়ন ডলার) টাকা আয়ের উপর ৬০,৭০৫ কোটি টাকা নেট লাভ করেছে। এমনকি, পরিসংখ্যান অনুযায়ী, এটিই প্রথম ভারতীয় কোম্পানি যা এক বছরে ১০০ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে৷
রিপোর্ট অনুযায়ী আরও জানা গিয়েছে, বছরে ২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ত্রৈমাসিকে EBITDA (সুদ, কর, অবচয় এবং পরিশোধের আগে আয়)-র পরিমান পৌঁছে গিয়েছে ৩৩,৯৬৭ কোটি টাকায়। এছাড়াও O2C (তেল থেকে রাসায়নিক) ব্যবসায় EBITDA ২৫ শতাংশ বেড়ে ১৪,২৪১ কোটি টাকা হয়েছে। যেখানে ডিজিটাল পরিষেবাগুলির কর-পূর্বের আয় আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেড়ে ১১,২০৯ কোটি টাকা হয়েছে।
এদিকে, নিষ্ক্রিয় গ্রাহক / সিম একত্রীকরণের কারণে গত দুই ত্রৈমাসিকে গ্রাহক সংখ্যা হ্রাস হওয়া সত্ত্বেও, রিলায়েন্স Jio-র নিট মুনাফা লাভের পরিমান বৃদ্ধি পেয়েছে। যেটির পরিমান দাঁড়িয়েছে প্রায় ৪,১৭৩ কোটি টাকা। এদিকে, ২০২২-এর ৩১ মার্চের শেষ হওয়া আর্থিক বছরের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, রিলায়েন্স Jio-র একত্রিত নিট মুনাফা প্রায় ২৩ শতাংশ বেড়ে ১৪,৮৫৪ কোটি টাকা হয়েছে।
পাশাপাশি, রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেডের EBITDA ২.৪ শতাংশ বেড়ে ৩,৭০৫ কোটি টাকা হয়েছে। মূলত, সংশ্লিষ্ট বিভাগে ক্রমাগত চাহিদা বৃদ্ধির কারণেই এই বিপুল লাভ হয়েছে। এছাড়াও, আরও একাধিক ক্ষেত্রে যথেষ্ট প্রসারতা লাভ করেছে সংশ্লিষ্ট সংস্থা।