টেলিকম সেক্টরে হবে ধামাকা! Jio-BSNL মিলে করছে এমন প্ল্যানিং, ঘুম উড়বে Airtel-Vi-র

Published on:

Published on:

Reliance Jio and BSNL is planning to join hands.
Follow

বাংলাহান্ট ডেস্ক: রিলায়েন্স জিও এবং বিএসএনএল (BSNL) এর নেওয়া নতুন কৌশলে প্রতিদ্বন্দ্বী সংস্থা এয়ারটেল ও ভিআই (Vi)- এর কপালে চিন্তার ভাঁজ। কেন্দ্রীয় সরকার পরিচালিত বিএসএনএলের সঙ্গে যৌথভাবে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে দুটি নতুন ইন্ট্রা-সার্কেল রোমিং (আইসিআর) রিচার্জ প্ল্যান চালু করেছে জিও। মূলত যেসব এলাকায় জিও-র নিজস্ব নেটওয়ার্ক তুলনামূলক দুর্বল, সেইসব গ্রামীণ বা দুর্গম অঞ্চলে এই পরিষেবার মাধ্যমে বিএসএনএলের নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকেরা ভয়েস কল, ডেটা ও এসএমএস পরিষেবা পাবেন নিরবচ্ছিন্নভাবে।

বিএসএনএলের (BSNL) সঙ্গে হাত মেলালো রিলায়েন্স জিও:

টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী, জিওর এই নতুন দুটি আইসিআর রিচার্জ প্ল্যানের দাম রাখা হয়েছে ১৯৬ টাকা ও ৩৯৬ টাকা। দুই প্ল্যানের মেয়াদই ২৮ দিন। ১৯৬ টাকার প্ল্যানে গ্রাহক পাবেন ২ জিবি ডেটা, ১,০০০ মিনিট ভয়েস কল এবং ১,০০০টি এসএমএসের সুবিধা। অন্যদিকে, ৩৯৬ টাকার বড় প্ল্যানে ডেটা সুবিধা বেড়ে হয়েছে ১০ জিবি, তবে ভয়েস কল ও এসএমএসের সুবিধা একই রকম থাকবে—১,০০০ মিনিট ও ১,০০০টি মেসেজ। জিওর তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই রিচার্জ প্ল্যানগুলি শুধুমাত্র বিএসএনএলের (BSNL) আইসিআর নেটওয়ার্কেই কার্যকর হবে। অর্থাৎ জিওর নিজস্ব নেটওয়ার্ক, বা এয়ারটেল ও ভিআই-এর মতো অন্য কোনো টেলিকম সংস্থার নেটওয়ার্কে এই রিচার্জ ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন:SIR-এ প্রায় ৩ কোটি ভোটার পেতে পারেন নোটিস! তারপর কি করবেন? জানুন

এই উদ্যোগ জিওর বৃহত্তর কৌশলেরই অংশ, যার লক্ষ্য গ্রামীণ ও অর্ধ-শহুরে অঞ্চলে নেটওয়ার্ক কভারেজ আরও শক্তিশালী করা। বিএসএনএলের (BSNL) সঙ্গে নেটওয়ার্ক ভাগাভাগির মাধ্যমে জিও চায় যেন প্রত্যন্ত এলাকার গ্রাহকেরাও নিরবচ্ছিন্ন যোগাযোগ পরিষেবা পান। সম্প্রতি টেলিকম বিভাগের (DoT) এক্স (X) হ্যান্ডেলে ২ নভেম্বর একটি পোস্টে জানানো হয়েছে, রাজস্থানের উমেদ গ্রামে ৪জি সাইট পরিদর্শনের সময় বিএসএনএল ও জিও-র মধ্যে আইসিআর টেস্ট সফল হয়েছে। এতে বোঝা যাচ্ছে, এই উদ্যোগের ফলে ভারতের দূরবর্তী এলাকাগুলিতে সংযোগ ব্যবস্থার মান আরও উন্নত হবে।

Reliance Jio and BSNL is planning to join hands.

আরও পড়ুন:প্রযুক্তির মাধ্যমেই হবে বাজিমাত! ২০৩০-এর মধ্যে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছবে ভারতের Deeptech মার্কেট

এদিকে, বিএসএনএল (BSNL) ও জিওর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়তে এয়ারটেলও নিজস্ব উদ্যোগ নিয়েছে। ডিজিটাল ভারত নিধি (আগে যাকে ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড বলা হত)-এর অধীনে সরকারি অর্থায়নে ৪জি টাওয়ার বসাচ্ছে সংস্থাটি। এই টাওয়ারগুলি বসানো হয়েছে অরুণাচল প্রদেশ, মেঘালয়, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ ও বিহারের মতো রাজ্যের দুর্গম গ্রামীণ অঞ্চলে। কেন্দ্রীয় দূরসংযোগ দফতরের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যার ফলে এই সব রাজ্যের প্রত্যন্ত এলাকাতেও দ্রুত ও স্থিতিশীল নেটওয়ার্ক পরিষেবা পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

সব মিলিয়ে জিও ও বিএসএনএলের (BSNL) যৌথ উদ্যোগ ভারতীয় টেলিকম শিল্পে এক নতুন দিগন্তের সূচনা করতে পারে। একদিকে গ্রামীণ ভারতের নেটওয়ার্ক ঘাটতি মেটানো, অন্যদিকে সরকারি-বেসরকারি সংস্থার সহযোগিতার মাধ্যমে টেলিকম অবকাঠামো উন্নয়ন—এই দুই লক্ষ্য নিয়েই এগোচ্ছে দেশের টেলিকম দুনিয়া।