বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা হল Reliance Jio। অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের মধ্যে তুমি জনপ্রিয়তা অর্জন করেছে এই সংস্থা। এমতাবস্থায়, গ্রাহকদের কথা মাথায় রেখে Reliance Jio প্রায়শই একের পর এক দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান সামনে আনে। সেই রেশ বজায় রেখেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Jio একটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। যেটির দাম হল 1899 টাকা।
দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান সামনে আনল Reliance Jio:
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, Jio (Reliance Jio)-র এই প্ল্যানে 336 দিনের বর্ধিত ভালিডিটি প্রদান করা হয়। অর্থাৎ, গ্রাহকেরা এক্ষেত্রে দীর্ঘ ১১ মাসের ভ্যালিডিটি পেয়ে যান। যার ফলে তাঁরা ঘনঘন রিচার্জ করার টেনশন থেকেও মুক্ত হতে পারবেন। এদিকে, Jio-র এই নতুন প্ল্যানটিকে অনেকেই রিচার্জ প্ল্যানের সাম্প্রতিক দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে একটি কৌশলগত প্রতিক্রিয়া হিসেবে মনে করেছেন।
জানিয়ে রাখি যে, 1,899 টাকার এই প্ল্যানে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং 3600 টি SMS-এর সুবিধা উপলব্ধ রয়েছে। এছাড়াও, Jio (Reliance Jio)-র এই প্ল্যানে 24 GB ইন্টারনেট ডেটা উপলব্ধ করা হয়েছে। এই প্ল্যানটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য উপযুক্ত যাঁরা খুব বেশি ইন্টারনেট ব্যবহার করেন না। এছাড়াও, এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা Jio TV এবং Jio Cinema-এ বিনামূল্যের অ্যাক্সেস পাবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, জুলাই মাসের শুরুতেই দেশের টেলিকম সংস্থাগুলি বিপুল হারে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। যার ফলে গ্রাহকেরা হয়েছেন যথেষ্ট প্রভাবিত। শুধুমাত্র, রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL বাদ দিয়ে প্রতিটি সংস্থাই প্ল্যানের দাম বাড়িয়েছে। এমতাবস্থায়, গ্রাহকদেরকে আকৃষ্ট করতে সাশ্রয়ী প্ল্যান নিয়ে আসার পথে হাঁটছে Jio (Reliance Jio)।
আরও পড়ুন: এবারে আসল খেলা দেখাবেন আম্বানি! প্রস্তুত ২০০৪০০০ কোটির কোম্পানি, করলেন বড় ঘোষণা
এমতাবস্থায়, আমরা Jio (Reliance Jio)-র যে প্ল্যানটির প্রসঙ্গ উপস্থাপিত করছি সেটি মাত্র ১৭২ টাকার গড় মাসিক খরচে ব্যবহারকারীরা পেয়ে যাবেন। আর সেই কারণেই এই প্ল্যানটি গ্রাহকদেরকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। তবে, যাঁদের বেশি ডেটার প্রয়োজন হয় তাঁদের ক্ষেত্রে এই রিচার্জ প্ল্যানে থাকা ডেটার পরিমাণ অপর্যাপ্ত বলে মনে হতে পারে।