বিশ্বে এক নম্বর হওয়ার লক্ষ্যমাত্রা, এবার ৬ জি প্রযুক্তির ইন্টারনেট আনছে রিলায়েন্স জিও! কেমন খরচ পড়বে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : মানুষের সুবিধার জন্য দিন দিন উন্নত হচ্ছে প্রযুক্তি। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থায় আসছে দ্রুত পরিবর্তন। বর্তমানে দেশের সবথেকে নামী টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম রিলায়েন্স জিও (Reliance Jio)। মুকেশ অম্বানির সংস্থা প্রায়ই নিত্যনতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসে গ্রাহকদের জন্য। আর এবার আরও দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা দিতে ৬জি প্রযুক্তি নিয়ে আসছে জিও।

ইন্টারনেটে ৬ জি প্রযুক্তি আনছে রিলায়েন্স জিও (Reliance Jio)

২০২৪-২৫ আর্থিক বছরের রিপোর্ট প্রকাশ্যে এনে রিলায়েন্স (Reliance Jio) আভাস দিয়েছিল, জিও ৬ জি পরিষেবা চালু হতে পারে খুব শীঘ্রই। আগামীতে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে ৬ জি প্রযুক্তির গবেষণা এবং সেই সংক্রান্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে রিলায়েন্স টেলিকম সংস্থা। মূলত ইন্টারনেট পরিষেবার গতি আরও বাড়িয়ে গ্রাহকদের পছন্দের তালিকায় সর্বোচ্চ স্থানে পৌঁছানোর লক্ষ্যে রয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio)।

Reliance jio is going to bring 6G internet

ইন্টারনেট পরিষেবায় ঝড় তুলেছে জিও: বিগত এক দশকের মধ্যে ভারতের টেলিকম এবং ইন্টারনেট পরিষেবায় নিঃশব্দে বড় পরিবর্তন ঘটিয়ে দিয়েছে জিও। ২০১৬ সালেরও আগে বাজারে ৪ জি নেটওয়ার্ক এনেছিল রিলায়েন্স। ২০১৮ সালে ফাইবার টু দ্য হোম আনে এই সংস্থা। তার চার বছর পর স্বতন্ত্র ৫ জি নিয়ে আসে রিলায়েন্স জিও (Reliance Jio)। গত বছর ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস প্রযুক্তি এনে ইন্টারনেট পরিষেবায় বড় ধামাকা করেছিল মুকেশ অম্বানির সংস্থা।

আরও পড়ুন : একধাক্কায় বেতন বাড়ল ভোটকর্মীদের, খাবার খরচ বৃদ্ধি নিরাপত্তারক্ষীদেরও, SIR আবহে বড় সিদ্ধান্ত কমিশনের

কী পরিকল্পনা সংস্থার: ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজস্ব স্যাটেলাইট ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করছে রিলায়েন্স জিও (Reliance Jio)। পাশাপাশি প্রযুক্তিগত দিকটিকে আরও মজবুত করতে টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক তৈরির দিকে নজর দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক টেলিকম সংস্থা স্টারলিঙ্কের সঙ্গেও চুক্তি করেছে জিও।

আরও পড়ুন : মার্কিন গা জোয়ারির বিরুদ্ধে এককাট্টা ভারত-চিন, নিজের চালে নিজেই বেকায়দায় ট্রাম্প?

রিলায়েন্সের বার্ষিক রিপোর্ট বলছে, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ১৯ কোটি ১০ লক্ষ মানুষ ব্যবহার করত ৫ জি। টেলিকম সংস্থার মোট ওয়ারলেস ডেটা ট্রাফিকের তা ৪৫ শতাংশ বলে জানা যাচ্ছে। সেই সঙ্গে আরও জানানো হয়েছে, ২০৩০ সালের মধ্যে পুনর্ব্যবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে জিওর।