বাংলাহান্ট ডেস্ক: আদানি, টাটাদের রাতের ঘুম কেড়ে নিতে পারেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)! তিনি এমন একটি কাজ করেছেন যার ফলে আদানি, টাটার মতো তাবড় ব্যবসায়ীদের বেশ চাপের মুখে পড়তে হতে পারে। এমনটাই জানিয়েছে ব্রোকারেজ সংস্থা নোমুরা। রিলায়্যান্সের এই কাজের জন্য আদানি ও টাটা গ্রুপ ছাড়াও যোগগুরু রামদেবের পতঞ্জলিকেও বিপদে পড়তে হতে পারে।
গত সপ্তাহে মুকেশ আম্বানির সংস্থা রিলায়্যান্স রিটেল গুজরাটে তাদের ভোগ্যপণ্য ব্র্যান্ড ‘ইন্ডিপেনডেন্স’ লঞ্চ করেছে। গুজরাট দিয়ে শুরু হলেও খুব তাড়াতাড়িই এটিকে দেশজুড়ে লঞ্চ করার পরিকল্পনা রয়েছে সংস্থার। রিলায়্যান্স রিটেল ভেঞ্চার্সের ভোগ্যপণ্য শিল্পের একটি অংশ রিলায়্যান্স কনসিউমার প্রোডাক্টস লিমিটেড ব্র্যান্ডটিকে লঞ্চ করেছে।
ব্রোকারেজ সংস্থা নোমুরা জানিয়েছে, ভোগ্যপণ্য শিল্পে এমনিতেই ব্যাপক প্রতিযোগিতা রয়েছে। তার উপর আরও একটি ব্র্যান্ড খোলায় এই ক্ষেত্রে প্রতিযোগিতা আরও বাড়ল। রিলায়্যান্স রিটেলকে সরাসরি প্রতিদ্বন্দ্বীতা করতে হবে আদানি উইলমারের সঙ্গে। ভোজ্য তেল, ডাল ও খাদ্য শস্যের ক্ষেত্রে আদানি উইলমার বাজারের একটি বড় অংশ ধরে রেখেছে।
একইভাবে রিলায়্যান্সকে বিস্কুট, ভোজ্য তেল, আটা-ময়দার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীতা করতে হবে পতঞ্জলি ফুডসের সঙ্গে। পার্লে ও ব্রিটানিয়ার সঙ্গে বিস্কুটের ক্ষেত্রে এবং টাটা কনসিউমারের সঙ্গে ডাল, জল এবং মশলার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীতা করতে হবে। পাশাপাশি, আইটিসি-র সঙ্গেও প্রতিদ্বন্দ্বীতা করতে হবে আটা-ময়দা ও বিস্কুটের ক্ষেত্রে।
ব্রোকারেজ সংস্থা আরও জানিয়েছে, রিলায়্যান্স রিটেল ভেঞ্চার্সের একাধিক ব্র্যান্ড রয়েছে। কিন্তু রিলায়্যান্স কনসিউমার প্রোডাক্টস লিমিটেড সম্পূর্ণ নতুন একটি ভোগ্যপণ্য সংস্থা। এই সংস্থার মাধ্যমে রিলায়্যান্স ভোগ্যপণ্য শিল্পে পুরোপুরি ভাবে নিজেদের অস্তিত্ব রাখতে চাইছে। রিলায়্যান্সের ‘ইন্ডিপেনডেন্স’ ব্র্যান্ডের সামগ্রী এই মহূর্তে জিও মার্ট অ্যাপ ও রিলায়্যান্স রিটেলের দোকানে পাওয়া যাবে।