বাংলা হান্ট ডেস্ক: GST কাঠামোতে বড়সড় পরিবর্তনের (GST Reforms 2025) সুবিধা প্রত্যক্ষভাবে পাবে সাধারণ মানুষ। এই আবহে মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপও প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের রিটেল ভেঞ্চার রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেড প্রথম দিন থেকেই তাদের প্রোডাক্টের ওপর ছাড় ঘোষণা করেছে। জানিয়ে রাখি যে, GST সম্পর্কিত নয়া সিদ্ধান্তগুলি আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে।
GST কাঠামোয় (GST Reforms 2025) পরিবর্তনের পরেই বড় সিদ্ধান্ত:
কী জানিয়েছেন ইশা আম্বানি: উল্লেখ্য যে, ইতিমধ্যেই রিলায়েন্স রিটেলের এক্সিকিউটিভ ডিরেক্টর ইশা আম্বানি জানিয়েছেন যে, নতুন GST স্ট্রাকচার (GST Reforms 2025) কেবল পরিবারের বাজেটে স্বস্তি আনবে না, বরং ব্যবসায়িক জগতের জন্যও ইতিবাচক হিসেবে বিবেচিত হবে।অর্থাৎ, এটি গ্রাহক এবং শিল্প উভয়ের জন্যই অনুকূল। তিনি আশ্বস্ত করেন, যে রিলায়েন্স রিটেল নতুন GST লাগুর প্রথম দিন থেকেই গ্রাহকদের তাদের সমস্ত প্রোডাক্টের ওপর কর হ্রাসের সুবিধা দেবে।
ইশা বলেন, “আমাদের প্রতিশ্রুতি হল যখনই খরচ কমবে, গ্রাহক সরাসরি সুবিধা পাবেন।” কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে যে, “এই পদক্ষেপ গ্রাহকদের আস্থা জোরদার করবে এবং রিলায়েন্স রিটেল গুণমান, সাশ্রয়ী মূল্য এবং সহজলভ্যতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”
আরও পড়ুন: ক্রমশ এগিয়ে আসছে এশিয়া কাপ! এই ৩ টি কারণে চিন্তা বাড়ছে টিম ইন্ডিয়ার
কী জানিয়েছেন মুকেশ আম্বানি: এদিকে, দেশের শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি এই নতুন GST কাঠামোকে উপভোক্তা ভিত্তিক অর্থনৈতিক বৃদ্ধির জন্য একটি বড় উৎসাহ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন যে, এই সংস্কারগুলি দেশের অর্থনীতিতে গতি দেবে এবং সাধারণ মানুষকে স্বস্তি দেবে। ভারতের জনগণকে দীপাবলির উপহার দেওয়ার প্রতিশ্রুতি পূরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে মুকেশ আম্বানি বলেছেন GST-তে এই পরিবর্তন গ্রাহকদের জন্য পণ্য ও পরিষেবা সস্তা করবে। এছাড়াও, এটি ব্যবসা করার প্রক্রিয়া সহজ করবে এবং মুদ্রাস্ফীতি কমানোর পাশাপাশি রিটেল সেক্টরে উপভোক্তা বৃদ্ধি করবে।
আরও পড়ুন: ট্রাম্পের “ঔদ্ধত্যের” যোগ্য জবাব! ডলারকে ঝটকা দিতে “মেগা প্ল্যান” ভারত-চিনের
বৃদ্ধির হার সম্পর্কে কী জানিয়েছেন: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি জানিয়েছেন যে, এই সিদ্ধান্ত দেশের বৃদ্ধির হারকে দুই অঙ্কের কাছাকাছি নিয়ে আসতে পারে। এর ফলে দেশের অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত হবে। অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার ৭.৮ শতাংশে পৌঁছেছে এবং নতুন সংস্কার (GST Reforms 2025) অর্থনীতিকে আরও গতি দিতে পারে। যার ফলে বৃদ্ধির হার দুই অঙ্কের কাছাকাছি পৌঁছতে পারে বলেও অনুমান করেছেন তিনি।