বাংলাহান্ট ডেস্কঃ নয়ডায় (Noida) চলছিল এক ধর্মীয় শোভাযাত্রা। ইদ-এ-মিলাদ-উন-নবি উপলক্ষ্যে বুধবার মসজিদের কাছ থেকেই শুরু হয় এই শোভাযাত্রা। প্রথম দিকে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ (Hindustan Zindabad) শ্লোগান চললেও, পরের দিকে আচমকাই শোনা যায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ (Pakistan Zindabad) স্লোগান। যা ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টা হল, নয়ডার (Noida) সেক্টর ২০ থানা এলাকায় বুধবার রাতে ইদ-এ-মিলাদ-উন-নবি উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করে বেশ কিছু স্থানীয় মানুষ। জেলা প্রশাসন এমনকি স্থানীয় সেক্টর ২০ থানা থেকেও এই শোভাযাত্রার বিষয়ে অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু তার মধ্যেই ঘটে গেল বিপত্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম দিকে ওই শোভাযাত্রায় ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ শ্লোগান দেওয়া হচ্ছিল। কিন্তু মাঝপথে বেশ কয়েকজন দুষ্কৃতী ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করে। ওই শোভাযাত্রায় ভারতের জাতীয় পতাকা থাকলেও, তারই মধ্যে দুস্কৃতীরা এমন নিম্নরুচীর পরিচয় দেয়।
এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই অভিযুক্তদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। তবে যে মসজিদের কাছ থেকে এই শোভাযাত্রা শুরু হয়েছিল, তাঁরা এই বিষয়ে দায় নিতে অস্বীকার করে। তাঁরা জানায়, এই শোভাযাত্রার বিষয়ে তাঁরা কিছুই জানতেন না, এটি স্থানীয়রা আয়োজন করেছিল।
তবে এই ঘটনায় ইতিমধ্যেই মহম্মদ জাফর, সমীর আলি এবং আলি রাজা নামক ৩ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পেছনে বড় কোন অভিসন্ধি ছিল না, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির চেষ্টা এবং হিংসায় উসকানি দেওয়ার মামলা দায়ের করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে।