বাংলা হান্ট ডেস্ক : ভয়ংকর অর্থনৈতিক সংকটের মুখে পাকিস্তান (Pakistan)। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে জেরবার গোটা দেশ। মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে আটা-ময়দার দাম। রীতিমতো লড়াই চালাতে হচ্ছে। বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও শেষের দিকে। এরই মধ্যে আর একটি বড় সংকটে পাকিস্তান। পাকিস্তানের সাধারণ মানুষই নেই দেশের পাশে।
পাকিস্তানে অর্থনীতির সংকট আরও প্রকট হয়ে উঠছে রেমিট্যান্স কমে যাওয়ায়। বিদেশে কর্মরত পাকিস্তানিরা আর অর্থ পাঠাচ্ছেন নিজের দেশে। ফলে হুহু করে কমছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। পরিসংখ্যান বলছে,ডিসেম্বর মাসে বিদেশে কর্মরত পাকিস্তানি নাগরিকরা মাত্র ২ বিলিয়ন ডলার পাঠিয়েছেন দেশের মাটিতে। গত ৩১ মাসে এটা ছিল সর্বনিম্ন। জানা যাচ্ছে, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান বলেছে ডিসেম্বরে বিদেশ থেকে পাকিস্তানে পাঠানো অর্থের পরিমাণ ২.০৪ বিলিয়ন ডলার। এক বছর আগে একই সময়ে তা ছিল ২.৫২ বিলিয়ন। কমেছে ১৯ শতাংশ।
বিদেশ থেকে পাকিস্তানে আসা রেমিট্যান্সের পরিমাণ কমছে। গতবছর নভেম্বরে তা ছিল ২.১০ বিলিয়ন ডলার। ডিসেম্বর মাসে তা ৩ শতাংশ কমেছে। স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান একটি বিবৃতিতে জানিয়েছে, ২০২২-২৩ আর্থিক বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বিদেশে কর্মরত পাকিস্তানি নাগরিকরা মোট ১৪ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ কম।
জানা যাচ্ছে,সৌদি আরবে কর্মরত পাকিস্তানি নাগরিকরা ডিসেম্বরে বাড়িতে ৫১৬ মিলিয়ন ডলার পাঠিয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহি থেকে পাকিস্তানি নাগরিকরা পাঠিয়েছেন ৩২৯ মিলিয়ন ডলার। পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাও