বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। আর বিয়ের মরশুম মানেই সোনার (Gold Price) দোকান গুলিতে কমবেশি ভিড় লেগেই থাকে। এমনিতে অনেকেই সুযোগ পেলে সোনা কিনে রাখেন। কারণ কে না জানে, সময়ের সঙ্গে সঙ্গে আরও মূল্যবান হয়ে উঠবে সোনালি (Gold Price) ধাতু! বেশ কিছু সময় ধরেই সোনার দামের উর্দ্ধগতি কার্যত নাভিশ্বাস তুলে দিয়েছে মধ্যবিত্তের। সোনার দামে (Gold Price) হাত দিলেই লাগছে ছ্যাঁকা! তবে সম্প্রতি বাজারের হালহকিকত দেখে বিশেষজ্ঞদের মতে, শীঘ্রই পড়তে পারে সোনার দাম।
সোনার দাম (Gold Price) নিয়ে বড় রিপোর্ট এল প্রকাশ্যে
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সাম্প্রতিক রিপোর্ট আশা জাগিয়েছে মধ্যবিত্তের। রিপোর্ট বলছে, বিশ্বজুড়ে যদি রাজনৈতিক এবং বাণিজ্যিক ঝুঁকি কমে যায়, তবে কমতে পারে মধ্যমেয়াদী সোনার (Gold Price) দাম। মার্কিন ডলার শক্তিশালী হলে এবং ট্রেজারি ইল্ড বাড়লে আরও কমতে পারে সোনালি ধাতুর দাম। সাম্প্রতিক সময়ে সোনার (Gold Price) দামে মাত্রা ছাড়া বৃদ্ধি দেখা গিয়েছে। তবে ২০২২ সালের ৩ রা নভেম্বর সর্বনিম্ন স্তরে ছিল সোনার দাম। ১৪২৯ মার্কিন ডলার প্রতি আউন্স দাম ছিল সোনার।
কেন বেড়েছে এত দাম: তারপর থেকে এখনও পর্যন্ত প্রায় দ্বিগুণেরও বেশি বেড়ে দাম পৌঁছে গিয়েছে ৩২৮৭ মার্কিন ডলার প্রতি আউন্সে। কিন্তু সোনার (Gold Price) দামের এত বৃদ্ধির কারণ কী? বিশেষজ্ঞদের মতে, এর কারণ বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির ক্রয় বেড়েছে। সেইসঙ্গে রাজনৈতিক এবং বাণিজ্যিক ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে দামি হয়েছে সোনা (Gold Price)। এর কারণে ২০২২ এর নভেম্বর থেকে ২০২৪ এর অগাস্টের মধ্যে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সুদের হার বৃদ্ধি সহ মুদ্রাস্ফীতি হ্রাসের নেতিবাচক প্রভাব কমেছে।
আরও পড়ুন : সরকারি পোর্টাল ব্যবহার করেই ৪ হাজার ভুয়ো সার্টিফিকেট! নেপথ্যে কে? এবার সামনে এল মূল অভিযুক্ত
ফের কমতে পারে দাম: গোল্ড কাউন্সিলের রিপোর্ট বলছে, সাম্প্রতিক সময়ে সোনার দামের (Gold Price) বাড় বৃদ্ধি দেখে বিনিয়োগকারীরাও ক্ষতির আশঙ্কায় পিছিয়ে আসছেন। রিপোর্ট বলছে, বর্তমান রাজনৈতিক এবং বাণিজ্য ক্ষেত্রে ঝুঁকি কমলেই ফের নামতে শুরু করতে পারে সোনার দাম।
আরও পড়ুন : ভরা বর্ষায় মুখে চওড়া হাসি ইলিশপ্রেমীদের, এক নৌকাতেই উঠল ৬৫ মণ রূপোলি শষ্য! কত লক্ষ টাকায় বিক্রি হল জানেন?
বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ডলারের শক্তি বাড়লে, ট্রেজারি ইল্ড বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সোনার উপরে চাপও বাড়ে। এদিকে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সোনা কেনা কমালে এবং সোনায় বিনিয়োগ কমলে নামতে পারে দাম।