বাংলাহান্ট ডেস্ক : বছরের শেষে ব্যাঙ্কের লাভ লোকসান থেকে দৈনন্দিন কাজকর্ম সহ বিভিন্ন বিষয়ের উপরে একটি রিপোর্ট প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। সেই রিপোর্টে প্রকাশ পেয়েছে বেসরকারি ব্যাঙ্কগুলিতে কর্মীদের চাকরি ছাড়ার প্রবণতা বেড়েছে অস্বাভাবিক হারে। এর ফলে ব্যাঙ্কের দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে। কর্মী ধরে রাখার জন্যও ব্যাঙ্কগুলিকে বেশ কিছু পরামর্শ দিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক (Reserve Bank of India)।
বেসরকারি ব্যাঙ্কগুলিতে (Reserve Bank of India) চাকরি ছাড়ছেন কর্মীরা
সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) তরফে। সেখানে ব্যাঙ্কিং শিল্পের লাভ লোকসান, জালিয়াতি, অনুৎপাদক সম্পদ থেকে দৈনন্দিন কাজকর্মের পর্যালোচনা করা হয়েছে। সেই রিপোর্টে প্রকাশ পেয়েছে, গত অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির তুলনায় বেসরকারি ব্যাঙ্কগুলিতে কর্মী সংখ্যা অনেকটাই বেড়েছিল। তবে পাশাপাশি কাজ ছাড়ার প্রবণতাও বেড়েছে কর্মীদের।
সমস্যা হচ্ছে ব্যাঙ্কিং পরিষেবায়: রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) রিপোর্ট থেকে জানা গিয়েছে, বিগত তিন বছরে বেসরকারি ব্যাঙ্কে কর্মীদের চাকরি ছাড়ার হার গড়ে ছুঁয়েছে ২৫ শতাংশ। এত কর্মীদের চাকরি ছাড়ার কারণে ব্যাঙ্কের দৈনন্দিন কাজকর্মে সমস্যা হচ্ছে, ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। পাশাপাশি নিয়োগের খরচ যেমন বাড়ছে, এদিকে কর্মীদের কাজের বিষয়ে যথেষ্ট জ্ঞান তৈরি হচ্ছে না।
আরো পড়ুন : অনিকেতের প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিয়ের পিঁড়িতে ‘বাবুউউ’, রুবেলের মাকে নিয়ে কী বললেন অরিজিতা?
কী সমাধান দিল আরবিআই: এবার এর সমাধান কী? তাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। নিয়োগ প্রক্রিয়া উন্নত করার পরামর্শ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। কর্মীদের প্রশিক্ষণে উপযুক্ত নেতৃত্ব এবং তাদের কর্মজীবনে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া জরুরি। পাশাপাশি কর্মস্থলের পরিবেশ উন্নত করা এবং সুস্থ প্রতিযোগিতায় পুরস্কার চালু করার পরামর্শও দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
আরো পড়ুন : জেলে গুরুতর অসুস্থ চিন্ময়কৃষ্ণ! জুটছেনা চিকিৎসাও, সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইউনূস সরকার
শুধু তাই নয়, রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টে অভিযোগ উঠেছে স্বর্ণ ঋণ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম লক্ষ্য করা গিয়েছে। এক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলিকে ব্যাঙ্কিং নীতি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।