রিজার্ভ ব্যাংক বাতিল করল এই ব্যাংকের লাইসেন্স, আটকে জনগনের কোটি কোটি টাকা

বাংলাহান্ট ডেস্কঃ CKP Cooperative Bank limited এর লাইসেন্স বাতিল করবার সিদ্ধান্ত নিয়েছে ভারতের (india) সর্বোচ্চ ব্যাংকিং সংস্থা রিজার্ভ ব্যাংক ( Reserve bank of india) । যার ফলে ১.২৫ কোটি গ্রাহকের সঞ্চয় প্রশ্নের মুখে। । ব্যাংকের স্থায়ী আমানত ৪৮৫ কোটি টাকাও ব্যালেন্সে আটকে আছে।

money 1

 

আরবিআই ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে ব্যাংকের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে চলেছে। ৩১ শে মার্চ, এই মেয়াদ ৩১ মে বাড়ানো হয়েছিল। তবে তার আগে আরবিআই ব্যাংকের লাইসেন্স বাতিল করে দিয়েছে। মুনাফা সত্ত্বেও নীট মূল্য (net worth) হ্রাসের কারণে ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে।

২০১৪ সালে ব্যাংকের লোকসানের পরিমাণ বৃদ্ধি এবং এর নিট মূল্যের ব্যাপক হ্রাসের কারণে ব্যাংকের লেনদেন নিষিদ্ধ করা হয়েছিল। তার পর থেকে ব্যাংকের ক্ষয়ক্ষতি কমাতে বেশ কয়েকটি প্রচেষ্টা হয়েছে। বিনিয়োগকারী-আমানতকারীরা পুনরুজ্জীবিত করার জন্য চেষ্টা করেছিলেন। সুদের হার কমিয়ে ২ শতাংশ পর্যন্ত আনা হয়েছিল।

কিছু লোক এই ব্যাংকের শেয়ারে তাদের ফিক্সড ডিপোজিট বিনিয়োগ করেছিল। যার ফলে ব্যাংকের ক্ষতি হ্রাস হয়েছিল কিছুটা। কিন্তু এমন পরিস্থিতিতে আরবিআই বিনিয়োগকারীদের সিকেপি ব্যাংকের লাইসেন্স বাতিল করে বড় ধাক্কা দিয়েছে।


সম্পর্কিত খবর