২০২৫ থেকে বদল ক্রেডিট কার্ড নিয়ম, লেট ফি-র অত্যাচারে ব্রেক আরবিআইয়ের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর। আরবিআইয়ের (Reserve Bank of India) নতুন নিয়মে বদলে যাচ্ছে লেট ফি কাঠামো। ২০২৫ সাল থেকে ক্রেডিট কার্ড বিল দেওয়ার ক্ষেত্রে দেরি হলে গ্রাহকদের আর অযৌক্তিক লেট ফি গুনতে হবে না। এর বদলে ব্যাঙ্ক ও কার্ড ইস্যুকারী সংস্থাগুলিকে অনুসরণ করতে হবে নির্দিষ্ট স্বচ্ছ নীতি ও সীমিত ফি কাঠামো।

ক্রেডিট কার্ডের নিয়মে বড় বদল আনল আরবিআই (Reserve Bank of India)

নতুন বিধিতে স্পষ্ট বলা হয়েছে, বিলের নির্ধারিত তারিখের পর কমপক্ষে তিন দিনের একটি ‘গ্রেস পিরিয়ড’ থাকবে। এই সময়ের মধ্যে বিল পরিশোধ করলে কোনওভাবেই লেট ফি ধার্য করা যাবে না। দীর্ঘদিন ধরে গ্রাহকদের একাংশ অভিযোগ জানিয়ে আসছিলেন—মাত্র এক-দু’দিন দেরি হলেও মোটা অঙ্কের জরিমানা বসানো হচ্ছে। সেই অভ্যাসেই লাগাম টানল আরবিআই (Reserve Bank of India)।

আরও পড়ুন: ব্লু লাইনে আবারও বিপর্যয়! হঠাৎ থেমে গেল মেট্রো, দুর্ভোগ যাত্রীরা

এছাড়াও লেট ফি ধার্য করা হবে বকেয়া অর্থের অনুপাতে। অর্থাৎ, সামান্য বিল বাকি থাকলেও আর মোটা অঙ্কের ফি ধার্য করতে পারবে না ব্যাঙ্ক গুলিও। আর্থিক বোঝা কমানোর পাশাপাশি এই সিদ্ধান্তে ফি নেওয়ার অস্বচ্ছতা কমবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। সেই সঙ্গে ব্যাঙ্ককে বাধ্যতামূলকভাবে গ্রাহকদের আগাম জানাতে হবে—কোনও ফি পরিবর্তন হলে কমপক্ষে এক মাস আগে লিখিত নোটিস পাঠাতে হবে বলে জানিয়েছে (Reserve Bank of India)।

অনলাইন লেনদেনের নিরাপত্তা বাড়াতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক করা হয়েছে নতুন নির্দেশিকায়। ডিজিটাল লেনদেনে জালিয়াতি ও প্রতারণা রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আরবিআই (Reserve Bank of India)।

Reserve Bank of India changed credit card rules.

আরও পড়ুন: পশ্চিমে ‘ত্রিশূল’ পূর্বে ‘প্রচণ্ড প্রহার’, দুই সীমান্তে একযোগে শক্তি প্রদর্শনে চাপে চিন–পাক

আরবিআইয়ের (Reserve Bank of India) লক্ষ্য স্পষ্ট—গ্রাহকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা, অপ্রয়োজনীয় ফি থেকে মুক্ত রাখা এবং ক্রেডিট সিস্টেমে স্বচ্ছতা আনা। পাশাপাশি ব্যবহারকারীদের আর্থিক শৃঙ্খলা বজায় রাখতেও উৎসাহ দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে বিল পরিশোধ করলে যেমন কোনও অতিরিক্ত চার্জ লাগবে না, তেমনই ক্রেডিট স্কোরও থাকবে ভালো। ফলে ভবিষ্যতে ঋণ আবেদন বা লোন নেওয়ার ক্ষেত্রেও সুবিধা মিলবে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন নিয়ম কার্যকর হলে দেশে লক্ষ লক্ষ ক্রেডিট কার্ড ব্যবহারকারীর উপকার হবে। নিয়মিত বিল পরিশোধ এবং অটো-পে চালুর পরামর্শও দিয়েছেন আর্থিক বিশেষজ্ঞরা। সময়মতো পেমেন্ট করলে শুধু জরিমানা এড়ানো যাবে না, বরং আর্থিক পরিকল্পনা হবে আরও সুশৃঙ্খল, নিরাপত্তাও বাড়বে।

সব মিলিয়ে ক্রেডিট কার্ড ব্যবস্থায় আরও স্বচ্ছতা, সহজতা ও নিরাপত্তার দিকেই এগোল দেশ। আরবিআইয়ের (Reserve Bank of India) নতুন নিয়ম চালু হলে বিনা প্রয়োজনে চড়া লেট ফি বসবে না, আর গ্রাহকদের পকেটেও পড়বে না বাড়তি চাপ।