বাংলা হান্ট ডেস্ক: ব্যাঙ্কিং নিয়মগুলি (Banking Rules) সঠিকভাবে অনুসরণ না করার কারণে, RBI প্রায়শই বিভিন্ন ব্যাঙ্কের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থাকে। এমতাবস্থায়, এবার RBI কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করছে। জানা গিয়েছে, আপাতত রিজার্ভ ব্যাঙ্ক একইসাথে ৮ টি কো-অপারেটিভ ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। মূলত, ব্যাঙ্কিংয়ের কিছু বিধান সঠিকভাবে না মেনে চলার কারণে রিজার্ভ ব্যাঙ্ক সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় ব্যাঙ্ক তাদের ৫৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করেছে।
এই ব্যাঙ্কের উপর সর্বোচ্চ শাস্তি: সোমবার পৃথক বিবৃতির মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, মোট ৮ টি কো-অপারেটিভ ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে অন্ধ্রপ্রদেশে স্থিত দ্য বিশাখাপত্তনম কো-অপারেটিভ ব্যাঙ্ককে সর্বোচ্চ ৫৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ব্যাঙ্কটি আয় শনাক্তকরণ, সম্পত্তির শ্রেণিবিভাগ এবং হাউজিং স্কিমের ফাইন্যান্সিং সংক্রান্ত বিধান লঙ্ঘন করেছে বলে জানা গিয়েছে। আর সেই কারণেই কেন্দ্রীয় ব্যাঙ্ক ৫৫ লক্ষ টাকার জরিমানার সিদ্ধান্ত নিয়েছে।
জরিমানার মুখে পড়েছে একাধিক ব্যাঙ্ক: এছাড়াও, কেন্দ্রীয় ব্যাঙ্ক পৃথক বিবৃতিতে বলেছে যে, তথ্য প্রদান সংক্রান্ত বিধান লঙ্ঘন করেছে তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে অবস্থিত ভারত হেভি ইলেক্ট্রিক্যালস এমপ্লয়িজ কো-অপারেটিভ ব্যাঙ্ক। সেই কারণে ১০ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। একইভাবে, কেরালার পালাক্কাড জেলায় অবস্থিত দ্য ওট্টাপলাম কো-অপারেটিভ আরবান ব্যাঙ্ক লিমিটেডের উপর ৫ লক্ষ টাকা এবং তেলেঙ্গানার হায়দরাবাদে অবস্থিত দারুসল্লাম কো-অপারেটিভ আরবান ব্যাঙ্ককে ১০ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে।
এইসব ব্যাঙ্ককেও দিতে হবে জরিমানা: অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় অবস্থিত দ্য নেল্লোর কো-অপারেটিভ আরবান ব্যাঙ্ক লিমিটেড এবং অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় অবস্থিত কাকিনাডা কো-অপারেটিভ টাউন ব্যাঙ্ক লিমিটেডের ওপর ১০ লক্ষ টাকার জরিমানা ঘোষণা করেছে RBI। এগুলি ছাড়াও, কেন্দ্রপাড়ায় অবস্থিত কেন্দ্রপাড়া আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং উত্তরপ্রদেশের প্রতাপগড়ে ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের উপর যথাক্রমে ১ লক্ষ টাকা এবং ৫ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে।
গত মাসের শুরুতে এদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়: জানিয়ে রাখি যে, গত অগাস্ট মাসের শুরুতেও আটটি কো-অপারেটিভ ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্ক তখন গুজরাটের মেহসানা কো-অপারেটিভ ব্যাঙ্ক, মহারাষ্ট্রের ওয়ারুদ আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক, মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলার ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ সেন্ট্রাল ব্যাঙ্ক মর্যাদিত, মহারাষ্ট্রের ইয়াভাতমাল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক মর্যাদিত, মধ্যপ্রদেশের রায়পুর অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এবং পাণাজিতে স্থিত গোয়া স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক-এর উপর জরিমানা আরোপ করেছিল।
ফিরহাদ হাকিমের কুমন্তব্যে তোলপাড় রাজ্য! কুণাল বললেন ‘ওই বিপ অংশ…’