এবার RBI-র তোপের মুখে SBI সহ এই দুই ব্যাঙ্ক! কী হবে গ্রাহকদের? চারিদিকে হুলস্থূল

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বরাবরই নিয়ম ভঙ্গ করার কারণে বিভিন্ন ব্যাঙ্ককে আরবিআই’র (Reserve Bank of India)  তোপের মুখে পড়তে হয়েছে। আর এবার দেশের এক মুখ্য ব্যাঙ্ক সহ আরো দুই ব্যাঙ্ককে শাস্তি দিয়েছে RBI। এই তালিকায় রয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), কানারা ব্যাঙ্ক (Canara Bank) এবং সিটি ইউনিয়ন ব্যাঙ্ক।

একটি এনবিএফসিও এই জরিমানার আওতায় পড়েছে। প্রায় ৩ কোটি জরিমানা করেছে তারা। চলুন দেখি কোন ব্যাংক-কে কত জরিমানা করা হলো। জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্ক ডিপোজিটর অ্যাওয়ারনেস ফান্ড স্কিম ২০১৪-এর কিছু নিয়মনীতি লঙ্ঘন করার অপরাধে সোমবার আরবিআইয়ের (RBI) পক্ষ থেকে এই ব্যাঙ্কের (State Bank of India) উপর জরিমানা আরোপের সিদ্ধান্ত জানানো হয়েছে। 

আরোও পড়ুন : শিউরে ওঠার মতো ঘটনা! লোকাল ট্রেনের এক কামরার উপর আরেকটা! ব্যাপক হইচই আসানসোলে

এছাড়া সিটি ইউনিয়ন ব্যাঙ্কের উপরেও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ৬৬ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে। কানারা ব্যাঙ্কের উপরেও নির্দেশিকা না মানার অভিযোগ রয়েছে। আরবিআইয়ের পক্ষ থেকে এই কানারা ব্যাঙ্কের উপর ধার্য করা জরিমানার অঙ্ক ৩২.৩০ লক্ষ টাকা। এবার আসা যাক এনবিএফসির কথায়।

After Paytm, RBI has fined this company

আরবিআই জানিয়েছে, ১৬ লক্ষ টাকার জরিমানা আরোপ করা হয়েছে ওড়িশার রৌরকেল্লায় অবস্থিত ওশান ক্যাপিটাল মার্কেটের উপরেও। এই সংস্থার উপরে এনবিএফসি (NBFC) সংক্রান্ত নিয়ম-নীতি না মানার অভিযোগ রয়েছে। সেই কারণেই সংস্থাকে এই মোটা টাকা জরিমানা দিতে হবে। তবে এই সিদ্ধান্ত ব্যাঙ্কের গ্রাহকের উপর কোনও প্রভাব ফেলবে না।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X