কড়া পদক্ষেপ RBI’র! মোটা টাকা ফাইন করল HDFC সহ ২ আর্থিক সংস্থাকে! কি হবে এবার গ্রাহকদের?

বাংলাহান্ট ডেস্ক : এই দুই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য এবার প্রকাশ্যে এল এক বড় খবর। সূত্র মারফত জানা গিয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) রোষানলে এবার পড়েছে দুই জনপ্রিয় ব্যাঙ্ক। একদিকে যেমন KYC নির্দেশিকা মেনে না চলার অভিযোগে ফাইন (Fine) করা হয়েছে একটি ব্যাঙ্ককে, অন্যদিকে নিয়ম লঙ্ঘন করার জন্য আরেকটি ব্যাঙ্ককেও চরম বিপদের মুখে পড়তে হয়েছে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা ভাবছেন কোন দুই ব্যাঙ্কের কথা বলা হচ্ছে?

বড়সড় পদক্ষেপ আরবিআই’য়ের (Reserve Bank of India)

তাহলে আপনাদের জানিয়ে রাখি, HDFC ব্যাঙ্ক ও পাঞ্জাব-সিন্ধ ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আরবিআই (RBI)। সেক্ষেত্রে HDFC ব্যাঙ্ককে জরিমানা বাবদ গুনতে হবে ৭৫ লাখ টাকা, অন্যদিকে পাঞ্জাব-সিন্ধ ব্যাঙ্কের বিরুদ্ধে ৬৮.২০ লাখ টাকা ফাইন ধার্য করা হয়েছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে, আরেকটি এনবিএফসি’র ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিয়েছে আরবিআই (Reserve Bank of India)। তবে গ্রাহকদের অবশ্য চিন্তার কিছু নেই।

আরও পড়ুন : শাসক দলের বিরুদ্ধে রায় যেতেই বিচারকের বদলি অর্ডার? ‘এরকমই হচ্ছে’ খোঁচা  BJP-র 

HDFC ব্যাঙ্ক : আরবিআই’র তরফ থেকে জানানো হয়েছে যে, ১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের ৪৬(৪)(আই) এবং ৪৭এ(১)(গ) ধারা অনুযায়ী এই জনপ্রিয় বেসরকারি ব্যাঙ্ককে ফাইন করা হয়েছে। জানা গিয়েছে, ২০২৩ সালের ৩১ মার্চ তারিখের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে ব্যাঙ্কের উদ্দেশ্যে জারি করা হয়েছিল একটি নোটিশ। ব্যাঙ্কের পক্ষ থেকে দেওয়া উত্তর এবং একাধিক বিষয় বিবেচনা করার পর রিজার্ভ ব্যাঙ্ক অভিযোগগুলির সত্যতা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পায়।

আরও পড়ুন : কলকাতা টু পাটনা, পৌঁছে যাবেন মাত্র ২ ঘন্টায়! আসছে হাইড্রোজেন ট্রেন, কবে থেকে শুরু পরিষেবা?

পাঞ্জাব-সিন্ধ ব্যাঙ্ক : ১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের ৪৭এ(১)(সি), ৪৬(৪)(আই) এবং ৫১(১) ধারা প্রয়োগ করে জরিমানা আরোপ করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি করা নোটিশের প্রতি, পাঞ্জাব-সিন্ধ ব্যাঙ্কের প্রতিক্রিয়া দেখার পর এই বেসরকারি ব্যাঙ্কের উপর উঠে আসা অভিযোগগুলো যে সত্যি ছিল তা স্পষ্ট হয়ে যায়।

Reserve Bank of India fines three organisation

জনপ্রিয় এনবিএফসি কেএলএম এক্সিমা ফিনভেস্ট : রিজার্ভ ব্যাঙ্কের তরফে কেএলএম এক্সিমা ফিনভেস্টের জন্য ফাইন করা হয় ১০ লাখ টাকা। জানা গিয়েছে, এই আর্থিক সংস্থাটি ২০২৩ সালের রিজার্ভ ব্যাঙ্কের প্রয়োজনীয় নিয়মগুলোকে মান্যতা দেয়নি। সেই কারণেই আইনানুগ ব্যবস্থা নিয়েছে আরবিআই।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর