অর্থনীতিতে আসবে জোয়ার! ব্যাঙ্কগুলির জন্য নতুন দিগন্ত খুলে দিল RBI, কী জানালেন গভর্নর?

Published on:

Published on:

Reserve Bank of India Governor Sanjay Malhotra gave a big update.

বাংলা হান্ট ডেস্ক: RBI (Reserve Bank of India) তথা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবার ব্যাঙ্কগুলির জন্য অধিগ্রহণ ফাইন্যান্সিং এবং IPO কেনার নিয়মে বড় ধরণের পরিবর্তন এনেছে। ইতিমধ্যেই RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা শুক্রবার জানিয়েছেন যে, ব্যাঙ্কগুলির ওপর স্থগিতাদেশ তুলে নেওয়ার বিষয়টি প্রত্যক্ষভাবে অর্থনীতিকে শক্তিশালী করবে এবং ব্যাঙ্কিং সেক্টরে নতুন সুযোগ তৈরি করবে। তিনি আরও স্পষ্ট করে বলেন যে, নিরাপত্তার মানদণ্ড মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে ব্যাঙ্ক এবং তাদের অংশীদাররা নিরাপদে নতুন ব্যবসার সুবিধা নিতে পারে।

কী জানিয়েছেন RBI (Reserve Bank of India)?

জানিয়ে রাখি যে, গত মাসে, RBI (Reserve Bank of India) ব্যাঙ্কগুলিকে কোম্পানিগুলির অধিগ্রহণের জন্য ফান্ডিং সরবরাহের অনুমতি দিয়েছে এবং IPO-তে শেয়ার কেনার জন্য ঋণের সীমা বাড়িয়েছে। RBI গভর্নর ব্যাখ্যা করেছেন যে, এই নতুন কাঠামোতে গার্ডরেলও রয়েছে। উদাহরণস্বরূপ, ব্যাঙ্কগুলি মোট ডিল ভ্যালুর সর্বাধিক ৭০ শতাংশ ফান্ডিং করতে পারে এবং ডেট-টু-ইকুইটি অনুপাতের ওপর সীমা নির্ধারণ করা হয়েছে। এটি ঝুঁকি নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে ব্যাঙ্কিং কার্যকলাপকে উৎসাহিত করার উদ্দেশ্যে করা হয়েছে।

Reserve Bank of India Governor Sanjay Malhotra gave a big update.

সীমিত নিয়ন্ত্রক হস্তক্ষেপ: উল্লেখ্য যে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাঙ্কিং এবং অর্থনীতি কনক্লেভে বক্তৃতা দিতে গিয়ে RBI (Reserve Bank of India) গভর্নর বলেন যে কোনও নিয়ন্ত্রক বোর্ডের সিদ্ধান্ত প্রতিস্থাপন করতে পারে না। ভারতের মতো দেশে, প্রতিটি মামলা, প্রতিটি ঋণ, প্রতিটি ডিপোজিট এবং প্রতিটি লেনদেন পৃথক হয়। অতএব, নিয়মকানুন এক আকারে প্রয়োগ করা যায় না। তাই, ব্যাঙ্কগুলিকে তাদের নিজস্ব কেসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া উচিত।

আরও পড়ুন: IPL থেকে অবসর নিতে চলেছেন ধোনি? রাখঢাক না রেখে কী জানালেন CSK-র CEO?

তত্ত্বাবধানমূলক পদক্ষেপের সুবিধা: RBI (Reserve Bank of India) গভর্নর আরও উল্লেখ করেছেন যে, RBI-এর সুপারভাইজারি তথা তত্ত্বাবধানমূলক পদক্ষেপ অনিয়ন্ত্রিত বৃদ্ধি নিয়ন্ত্রণে এবং ব্যাঙ্কিং ব্যবস্থাকে শক্তিশালী, স্থিতিস্থাপক এবং নিরাপদ করতে সাহায্য করেছে। তিনি বলেন, উদীয়মান হুমকি মোকাবিলায় রিজার্ভ ব্যাঙ্কের কাছে রিস্ক ম্যানেজমেন্ট, প্রভিশনিং নিয়ম এবং কাউন্টার সাইক্লিক্যাল বাফারের মতো পর্যাপ্ত সরঞ্জাম রয়েছে।

আরও পড়ুন: তৈরি হল ইতিহাস! প্রথম প্যারা-আর্চার হিসেবে ভারতের স্বাভাবিক ক্ষমতাসম্পন্নদের দলে সুযোগ পেলেন শীতল দেবী

অর্থনৈতিক সুযোগ এবং বিনিয়োগ: বিশেষজ্ঞরা অনুমান করেন যে, এই পদক্ষেপ (Reserve Bank of India) ব্যাঙ্কগুলির জন্য অধিগ্রহণ এবং IPO-তে বিনিয়োগ করা সহজ করবে। এছাড়াও, কোম্পানিগুলিকে ফান্ডিং সরবরাহ ছাড়াও অর্থনৈতিক কার্যকলাপকে বাড়িয়ে তুলবে। একই সঙ্গে বিনিয়োগকারী এবং ব্যাঙ্ক উভয়ই এর থেকে নতুন সুযোগের সদ্ব্যবহার করতে সক্ষম হবে।