দেশবাসীর জন্য বিরাট স্বস্তি! কবে কমবে মূল্যবৃদ্ধি, জানালেন RBI গভর্নর শক্তিকান্ত দাস

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতির কারণে চরম দুর্দশার মধ্যে পড়েছে গোটা বিশ্ববাসী। মুদ্রাস্ফীতি কিভাবে একটি দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে ভেঙে দিতে পারে, সম্প্রতি শ্রীলঙ্কা (Sri lanka) এবং পাকিস্তানের (Pakistan) পরিস্থিতি তারই উদাহরণ। আমাদের ভারতে (India) মূল্যবৃদ্ধির কারণে জ্বালানি থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমশ বেড়ে  চলেছে, যার ফলে সাধারণ মানুষের মাথায় হাত। এই পরিস্থিতি থেকে কি আদৌ স্বস্তি মিলবে?

অবশেষে আশার কথা শোনালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। তাঁর দাবি, “এই আর্থিক বছরের দ্বিতীয়ার্ধ থেকেই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে।” শক্তিকান্ত দাস বলেন, “যদি আমরা সামগ্রিকভাবে দেশের পরিস্থিতি দেখি, তাহলে দেখা যাবে যে, এই অর্থবর্ষের প্রথম ভাগে গোটা দেশের সরবরাহের পরিস্থিতি যথেষ্ট ভালো। ফলে আশা করা যেতেই পারে যে, দ্বিতীয় ভাগে মূল্যবৃদ্ধি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। রিজার্ভ ব্যাঙ্ক সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত।”

তাঁর আরও দাবি, “বর্তমানে এমন বেশ কয়েকটি কারণ আছে, যা মূল্যবৃদ্ধিকে বাড়াতে কিংবা কমাতে পারে। তবে তা দীর্ঘস্থায়ী হবে না। আমার আশা, খুব দ্রুত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। এছাড়াও যে সকল ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, তা আমরা নেব।”

Inflation

শক্তিকান্ত দাস বলেন, “বর্তমানে বিভিন্ন ফ্যাক্টর এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের মত বিষয়গুলি গোটা বিশ্বেই মুদ্রাস্ফীতি ঘটিয়েছে। তবে অতীতে যেভাবে এগুলি মাথাচাড়া দিয়ে উঠেছিল, বর্তমানে তা বেশ কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।” এই অর্থবর্ষের দ্বিতীয়ার্ধ থেকে তা আরো নিয়ন্ত্রণে আসবে বলেই মত আরবিআই গভর্নরের।


Sayan Das

সম্পর্কিত খবর