ফের বড়সড় পদক্ষেপ RBI-এর! এবার ব্যাঙ্কিং ক্ষেত্রের সাথে যুক্ত ৪ টি সংস্থার ব্যবসায় জারি হল নিষেধাজ্ঞা

বাংলা হান্ট ডেস্ক: ফের একবার বড়সড় পদক্ষেপ গ্রহণ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই কেন্দ্রীয় ব্যাঙ্ক চারটি NBFC (Non-Banking Financial Company)-র রেজিস্ট্রেশনের শংসাপত্র বাতিল করেছে। পাশাপাশি, ওই চারটি সংস্থার নামও সামনে এসেছে।

এই চারটি Non-Banking Financial Company-র ব্যবসায় দেওয়া হল নিষেধাজ্ঞা: প্রাপ্ত খবর অনুযায়ী, এসআরএম প্রপার্টিজ অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি (রাজস্থান), নর্থ ইস্ট রিজিওন ফিনসার্ভিসেস লিমিটেড (মণিপুর), সোজেনভি ফাইন্যান্স লিমিটেড (কর্ণাটক) এবং ওপাল ফাইন্যান্স লিমিটেড (পাটনা)-এই চারটি Non-Banking Financial Company-র ব্যবসায় নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

পাশাপাশি, RBI সূত্রে জানানো হয়েছে যে, এই সংস্থাগুলি নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসা আর চালিয়ে যেতে পারবে না। তবে ঠিক কি কারণে এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে তা উল্লেখ করেনি RBI। এছাড়াও, অশ্বিনী ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড, আরএম সিকিউরিটিজ, অ্যামিটি ফাইন্যান্স এবং ম্যাট্রিক্স মার্চেন্ডাইজ নামের এই চারটি NBFC ইতিমধ্যেই RBI দ্বারা প্রাপ্ত সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন স্যারেন্ডার করেছে বলেও জানা গিয়েছে।

এদিকে এর আগে, পুণেতে স্থিত সেবা বিকাশ সহকারী ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছিল RBI। শুধু তাই নয়, তিরুবনন্তপুরমের কেরালা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ৪৮ লক্ষ টাকার জরিমানাও করে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

rbi revoked the license of united cooperative bank

লাইসেন্স বাতিলের কারণ: RBI-এর মতে, সেবা বিকাশ সহকারী ব্যাঙ্কের যথেষ্ট মূলধন এবং উপার্জনের সম্ভাবনা আর ছিল না। এছাড়াও এই ব্যাঙ্ক তার বর্তমান আমানতকারীদের সম্পূর্ণ অর্থ প্রদান করতেও অক্ষম ছিল। তাই, কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে যে, এই অবস্থায় ওই ব্যাঙ্কটিকে ব্যবসা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলে তা জনস্বার্থে বিরূপ প্রভাব ফেলত। পাশাপাশি, কেরালা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ককেও জরিমানা করা হয়েছে। এই প্রসঙ্গে RBI জানিয়েছে যে, সংশ্লিষ্ট ব্যাঙ্কটি তাদের নির্দেশাবলী অনুসরণ করেনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর