এবার এই ব্যাঙ্কের লেনদেনে নিষেধাজ্ঞা জারি করল RBI, আপনার অ্যাকাউন্ট আছে?

   

বাংলাহান্ট ডেস্ক: গ্রাহকদের আর্থিক সুরক্ষা ও নির্ঝঞ্ঝাট লেনদেন নিশ্চিত করতে সব সময়েই নজরদারি চালায় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। তাই বিভিন্ন সময় ব্যাঙ্কগুলির বিরুদ্ধে অভিযোগ উঠলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে থাকে। আর্থিক অনিয়মের অভিযোগ উঠলেই ব্যাঙ্কগুলিকে শাস্তি দেয় RBI। আবারও একটি ব্যাঙ্কের বিরুদ্ধে পদক্ষেপ করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। এর জেরে সাময়িক সমস্যায় পড়েছেন এই ব্যাঙ্কটির গ্রাহকরা।

তামিল নাড়ুর মুসিরি আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এই পদক্ষেপের ফলে এই ব্যাঙ্কের গ্রাহকরা সর্বাধিক ৫০০০ টাকা তুলতে পারবেন নিজেদের অ্যাকাউন্ট থেকে। আগামী ৬ মাসের জন্য এই নিষেধাজ্ঞা থাকবে বলে কেন্দ্রীয় ব্যাঙ্ক সূত্রে খবর। এই সময়ের মধ্যে নিষেধাজ্ঞাটি পুনরায় বিবেবচনা করে দেখবে আরবিআই। 

rbi

এই নিষেধাজ্ঞার ফলে বিপাকে পড়েছে তামিল নাড়ুর এই ব্যাঙ্কটি। এরপর থেকে কেন্দ্রীয় ব্যাঙ্কের অনুমতি ছাড়া কাউকে ঋণ দিতে পারবে না তারা। শুধু তাই নয়, কোনও রকম বিনিয়োগও করতে পারবে না। এছাড়াও কোনও সম্পত্তিরও নিষ্পত্তি করতে পারবে না রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করা হয়েছে। 

সেখানে বলা হয়েছে, তামিল নাড়ুর মুসিরি আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্কের গ্রাহকরা এককালীন পাঁচ হাজার টাকার বেশি তোলার অনুমতি পাবেন না। যার ফলে এখানে যাঁদের অ্যাকাউন্ট আছে, তাঁরা চূড়ান্ত বিপদে পড়তে পারেন। কারণ এমন হতেই পারে যে কোনও গ্রাহকের এককালীন আরও বেশি টাকা তোলার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে তাঁরা বিপদে পড়বেন। আগামী ছ’মাসের জন্য মাত্র পাঁচ হাজার টাকা তুলতে পারবেন তাঁরা।

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, যোগ্য আমানতকারীরা ৫ লক্ষ টাকা অবধি আমানতের উপর ডিপোজিট ইন্স্যুরেন্স ক্লেম পাবেন। ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের থেকে এই ক্লেম পাবেন তাঁরা। একইসঙ্গে তাঁরা গ্রাহকদের আশ্বস্ত করেছে। আরবিআই জানিয়েছে, কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হচ্ছে না। ব্যাঙ্কের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ার ফলেই এই পদক্ষেপ করা হয়েছে তাদের বিরুদ্ধে। তাদের আর্থিক অবস্থার উন্নতি হলে আবার সব কিছু আগের মতো করা হবে। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর