বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন ব্যাঙ্ক এবং NBFC অর্থাৎ নন ব্যাঙ্কিং ফিন্যান্স কর্পোরেশনগুলির জন্য কড়া নিয়ম বেঁধে দিল রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India)। পার্সোনাল লোন বা হোম লোনের ক্ষেত্রে আরইবিআই এমন নিয়ম নিয়ে এসেছে যা লোন প্রদানকারী সংস্থাগুলিকে সমস্যায় ফেলতে পারে। প্রথমত, সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে লোন প্রদানের জন্য তাড়াহুড়ো করে হাই রিস্কের লোন দিয়ে ব্যাংকগুলি লোন আদায়ের ক্ষেত্রে সমস্যায় পড়ছে।
ব্যাংকগুলি মূলত রাস্তা, সেতু, বন্দর, বাঁধ, বিমানবন্দর, রেলপথ, টেলিযোগাযোগ ব্যবস্থা এবং অন্য বড় প্রকল্পে লোন প্রদান করে সমস্যায় পড়ছে আদায়ের ক্ষেত্রে। লোন নেওয়ার পর প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে তবেই লোন পরিশোধ শুরু হয়। তবে যদি মাঝপথে সেই প্রকল্প বন্ধ হয়ে যায় বড় সমস্যায় পড়ে ব্যাংক। হঠাৎ চলে আসা বিপদ থেকে বাঁচতে ব্যাংক সাধারণত সংরক্ষিত করে রাখে প্রদেয় লোনের ০.৪ শতাংশ।
আরোও অনেক : ভুলে যান প্যান কার্ড! এবার রাজ্য সরকারের এই নয়া ব্যবস্থা চালু হলেই মিলবে একাধিক সুবিধা
রিজার্ভ ব্যাংক বলছে, লোনের পরিমাণের পাঁচ শতাংশ সংরক্ষণ করা উচিত ব্যাংকগুলির। সতর্ক থাকা উচিত লোন প্রদান করার সময়। কেন্দ্রীয় ব্যাংক প্রস্তাব দিয়েছে, নির্মাণ পর্যায়ে যদি কোনও প্রকল্প থাকে তাহলে ব্যাংকগুলিকে পাঁচ শতাংশ সংরক্ষণ করতে হবে লোনের টাকার। প্রকল্প যদি চলতে থাকে তাহলে সেটির পরিমাণ কমে ২.৫ শতাংশ করা হবে। ক্রমাগত লোন পরিশোধ করতে থাকলে সেটি হ্রাস পেয়ে এক শতাংশে দাঁড়াবে। সাম্প্রতিককালে শেয়ার বাজারে বেসরকারি ব্যাংকগুলির শেয়ার দ্রুত পড়ছে।
তার ওপর রিজার্ভ ব্যাংকের এই নির্দেশ ব্যাংকগুলিকে আরো সমস্যায় ফেলতে পারে বলে মনে করছেন অনেকেই। অন্যদিকে, রিজার্ভ ব্যাংক নতুন নিয়ম জারি করেছে ঋণের ক্ষেত্রে। এই নতুন নিয়মে বলা হয়েছে ব্যাংক বা এনবিএফসিগুলি উচ্চ হারে সুদ নিতে পারবে না গ্রাহকদের থেকে। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অতিরিক্ত সুদ গ্রাহকদের ফেরত দিতে হবে। এমনকি ব্যাংক বা এনবিএফসিগুলি এই নিয়ম না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে RBI।