এই মাসেই পাল্টে যাচ্ছে ব্যাঙ্কের বহু নিয়ম! SBI,PNB’র গ্রাহকদের জন্য সামনে এল নয়া আপডেট

বাংলাহান্ট ডেস্ক: জুলাই মাসের প্রথম দিন থেকেই নিয়মে ক্রেডিট কার্ডের পেমেন্ট সংক্রান্ত বিষয়ে বিরাট পরিবর্তন। বেশ কিছু প্লাটফর্ম এর মাধ্যমে ক্রেডিট কার্ড বিল শোধ করতে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। জুলাই এর প্রথম দিন থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) সূত্রে খবর, ভারত বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে এবার থেকে ক্রেডিট কার্ড পেমেন্ট করতে হবে।

তবে সব ব্যাঙ্ক এখনো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) এই নির্দেশকে মান্যতা দেয়নি। সূত্রের খবর, বিবিপিএস-এ বিল পেমেন্ট সক্রিয় করেছে মাত্র ৮টি ব্যাঙ্ক। তবে শুধু পেমেন্ট প্রক্রিয়া নয়, জুলাই থেকে ক্রেডিট (Credit Card) এবং ডেবিট কার্ডের (Debit Card) নিয়মেও বড় পরিবর্তন করা হয়েছে। দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক আইসিআইসিআই ক্রেডিট কার্ডের নিয়ম এসেছে বড় পরিবর্তন।

আরোও পড়ুন : হট্টগোলের মাঝেই এল মৃত্যুর খবর! দুঃসংবাদ দিলেন প্রধানমন্ত্রী, স্তব্ধ হয়ে গেল গোটা লোকসভা!

ব্যাংকের পক্ষ থেকে পরিষেবার চার্জে কিছু সংশোধন আনা হয়েছে। এবার যদি গ্রাহকরা কার্ড পরিবর্তন করতে চান তাহলে ১০০ টাকার পরিবর্তে দিতে হবে ২০০ টাকা। ব্যাংক থেকে কিংবা নগদ তোলার ফি থেকে শুরু করে চার্জ স্লিপ পরিষেবার ক্ষেত্রেও চার্জে পরিবর্তন আনা হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) পক্ষ থেকে ক্রেডিট কার্ডের বিরাট পরিবর্তন হয়েছে।

আরোও পড়ুন : ‘ওদেরও যুক্ত করুন..,’ মমতা, কুণালের বিরুদ্ধে করা মামলায় বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের

যেকোনো ধরনের সরকারি লেনদেন করতে গিয়ে আর রিওয়ার্ড পয়েন্ট পাবেন না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড এর হোল্ডাররা। এই নিয়ম চালু করেছে এসবিআই। ক্রেডিট কার্ডে বড় বদল এনেছে এসবিআই-ও। এখন থেকে স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা যে কোনও ধরনের সরকারি লেনদেনে আর রিওয়ার্ড পয়েন্ট পাবেন না। এই নিয়ম ২০২৪ সালের ১ জুলাই থেকে চালু হয়েছে।

১ জুলাই থেকে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) রুপে প্ল্যাটিনাম ডেবিট কার্ডের নিয়ম পরিবর্তন করা হয়েছে। এবার থেকে প্রতি তিন মাস অন্তর একবার ঘরোয়া বিমানবন্দর এবং ট্রেন প্ল্যাটফর্মে অ্যাক্সেস মিলবে। বছরে দুবার আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ অ্যাক্সেস মিলবে। লাউঞ্জের আপডেটেড তালিকা দেখতে হলে রুপে ওয়েবসাইটে যেতে হবে গ্রাহকদের।

sbi rupay credit card (2)

 

 রুপে প্ল্যাটিনাম ডেবিট কার্ড দিয়ে নগদ টাকা তোলার ক্ষেত্রেও আনা হয়েছে পরিবর্তন। প্রতিদিন নগদ টাকা তোলার সীমা বর্তমানে ১ লাখ এবং ই-কমার্স লেনদেনের ক্ষেত্রে তা ৩ লাখ করা হয়েছে। উল্লেখ্য, অ্যাক্সিস ব্যাঙ্ক সিটি ব্যাঙ্কের ব্যবসা অধিগ্রহণ করেছে ১১,৬০৩ কোটি টাকায়। তাই সিটি ব্যাংকের গ্রাহকদের ক্রেডিট কার্ড পরিচালনা করতে চলেছে অ্যাক্সিস ব্যাঙ্ক।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর