বাংলাহান্ট ডেস্ক : নন-ব্যাঙ্কিং ফিনান্স কর্পোরেশন সংস্থাগুলির ওপর এবার বড়সড়ো নিষেধাজ্ঞা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। সোনার বিনিময়ে ২০ হাজারের বেশি ঋণ দেওয়া যাবে না। একই সঙ্গে আয়কর আইনের ধারা 269SS অনুসরণ করার নির্দেশ দিয়েছে RBI। সোনার বিনিময়ে ঋণ দিচ্ছে ব্যাঙ্কের পাশাপাশি নন-ব্যাঙ্কিং ফিনান্স সংস্থাগুলি।
এ সংস্থাগুলি গোল্ড লোনের প্রসেসিং চার্জেও ছাড় দেয়। তাই এনবিএফসি সংস্থার থেকে যথেষ্ট উপকৃত হন সোনা বন্ধককারীরা। তবে এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হল তাতে সোনার ওপর নির্দিষ্ট অংকের ঋণ দিতে পারবে নন ব্যাংকিং সংস্থাগুলি। গোল্ড লোন নিয়ে ত্রুটির কারণে RBI বেশ কয়েক সপ্তাহ ধরে গোল্ড লোন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল।
আরোও পড়ুন : বাবা রাজমিস্ত্রি, মা বাঁধেন বিড়ি! মোমের আলোয় পড়াশোনা করে আজ বিচারকের আসনে ছেলে
তাই সোনার উপর ঋণ দেওয়া বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছিল এনবিএফসি সংস্থাগুলিকে। তারপরেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে গোল্ড লোনের ওপর নয়া নির্দেশিকা জারি করা হলো। NBFC সংস্থাগুলিকে আয়কর আইনের ধারা 269SS নির্দেশ মান্য করে চলার কথা বলা হয়েছে। সোনার বিনিময়ে কত টাকা ধার দেওয়া যাবে তার পরিমাণ বেঁধে দেওয়া হয়েছে।
আরোও পড়ুন : প্রসেনজিতের পরিবারে সুসংবাদ! ছেলে মিশুক নিয়ে এল বড় খবর, গর্বে বুক ফুলে যাচ্ছ বুম্বাদার
আয়কর আইন অনুযায়ী, গোল্ড লোনের ক্ষেত্রে কুড়ি হাজার টাকার বেশি ঋণ দেওয়া যাবে না। কেন্দ্রীয় ব্যাঙ্কের এই নয়া নির্দেশ মনাপ্পুরম ফিনান্সের CEO ভিপি নন্দকুমারের জানান, সোনার বিনিময়ে ঋণ দেওয়ার ক্ষেত্রে কুড়ি হাজার টাকা ধার্য করা হয়েছে। সেক্ষেত্রে অনলাইন মোডে ঋণ দিয়ে থাকে মনাপ্পুরম সহ বিভিন্ন এনবিএফসি সংস্থাগুলি।
যেকোনো সোনা বন্ধককারী শাখা থেকে গোল্ড লোন (Gold Loan) নিতে হলে বেশিরভাগই ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে টাকা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। RBI-এর (Reserve Bank of India) জারি করা নির্দেশিকার অসুবিধা রয়েছে বলে জানিয়েছেন ইন্ডেল মানির সিইও উমেশ মোহনান।
তিনি মনে করেন,RBI-এর এই নির্দেশিকায় গোল্ড লোনের প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে ঠিকই, গ্রামীণ মানুষেরা সমস্যায় পড়বেন। অনলাইন নিয়ে এখনো ধারনা নেই গ্রামের অনেক মানুষের। তাই সোনার বিনিময়ে ঋণ নিতে গিয়ে তারা বাধার মুখে পড়বেন। কারণ মাত্র ২০ হাজার টাকার বেশি তারা ঋণ পাবেন না।