রাতারাতি বদলে গেল পশ্চিমবঙ্গের এই রেল স্টেশনের নাম! প্রকাশ্যে এল আসল কারণ

বাংলাহান্ট ডেস্ক : আচমকা একটি রেলস্টেশনের নাম সম্পূর্ণ বদলে গেল। রেল যাত্রীরা সেই কথা জানতে পারলেন না। ‘বনপাস’ স্টেশনের নাম বদলে গিয়ে হল ‘পাহাড়গঞ্জ হল্ট’! বনপাস পূর্ব রেলের বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনে আউশগ্রাম (Aushgram) এলাকার একটি স্টেশন। স্থানীয় বাসিন্দা থেকে রেলযাত্রী, সকলেই এই নতুন নাম নিয়ে রীতিমতো বিভ্রান্ত। বদলে যাওয়া নাম ফলকের ছবি দিয়ে বহু যাত্রী সোশ্যাল মিডিয়ায় রাগ উগরে দিয়েছেনে। কিন্তু ঠিক কি হয়েছে? কেন আচমকা একটি স্টেশনের নাম বদলে গেল?

সূত্রের খবর এই নাম বদলটি শুধুমাত্র তিনদিনের জন্য করা হয়েছে। বনপাস স্টেশনে একটি বাংলা ছবির শুটিং চলবে ২৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত। এই ছবির পরিচালক পৃথা চক্রবর্তী। ‘পাহাড়গঞ্জ হল্ট’ নামের এই বাংলা ছবিটির শুটিং হচ্ছে বনপাস স্টেশনে। ঋত্বিক চক্রবর্তী এবং পাওলি দাম রয়েছেন এই ছবির মুখ্য চরিত্রে। খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সোহাগ সেনের মতো অভিনেতা-অভিনেত্রীরাও কাজ করছেন এই ছবিটিতে।

সূত্রের খবর, পরিচালক রেল কর্তৃপক্ষের অনুমতি নিয়েই নতুনভাবে সাজিয়েছেন স্টেশনটিকে। তাই স্টেশনের নামফলক পরিবর্তন করতে হয়েছে। বিভিন্ন কৌতূহলের মাঝে এই নাম পরিবর্তন নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। অনেকের বক্তব্য, এই বিষয়টি নিয়ে অনেক আগে রেল কর্তৃপক্ষের জানানো উচিত ছিল। এই নাম পরিবর্তন হয়ে যাওয়ার ফলে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য নাম পরিবর্তনের ফলে অনেকেই সমস্যায় পড়েছেন। এছাড়াও আগাম কিছু না জানানোয় নিত্যযাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।

Pahargunj

বনপাস স্টেশন ম্যানেজার আনন্দ কুমার এ বিষয়ে বলেছেন, “এখানে তিন দিনের জন্য সিনেমার শুটিং চলবে। তাই স্টিকার দিয়ে পাহাড়গঞ্জ হল্ট লেখা হয়েছে। শুটিং হচ্ছে সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত। এখানে শুটিংয়ের কাজ রেলের উচ্চ আধিকারিকের থেকে অনুমতি নিয়েই করা হচ্ছে। এছাড়াও যাত্রীদের সুবিধার্থে আরো বেশিক্ষণ স্টপেজ দেওয়া হচ্ছে।” এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের বক্তব্য, “অনুমতি নিয়েই তিন দিনের জন্য ওখানে শুটিং হচ্ছে। যাত্রীদের সমস্যা হলে তা খতিয়ে দেখা হবে।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর