এই তীব্র গরমেও স্নান করেন না গ্রামবাসীরা! বাংলাতেই আছে এমন জায়গা, কেন জানেন?

   

বাংলাহান্ট ডেস্ক : চলতি বছরের গরম ভেঙে দিয়েছে অতীতের রেকর্ড। তবে এই তীব্র গরমে স্নান করার ‘অধিকার’ থেকেও বঞ্চিত হতে হচ্ছে ডুয়ার্সের (Dooars) রাধারানী গ্রামের বাসিন্দাদের। বাংলার (West Bengal) এই গ্রামের বাসিন্দারা গত এক বছর ধরে এই ভাবেই কাটাচ্ছেন। তীব্র গরমে শরীরে অস্বস্তি হলেও স্নান করতে পারছেন না তারা।

ডুয়ার্সের রাধারানী চা বাগানে চলছে তীব্র জল সংকট। পিএইচই থেকে এই চা বাগানে করা হয়েছিল বড় পানীয় জলের প্রকল্প। প্রত্যেকটি বাড়িতেই দেওয়া হয়েছিল জলের কানেকশন। তবে এখন সেই জলের পাইপ লাইন থেকে পড়ে না জল। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রথম তিনদিন তারা জল পেয়েছিলেন।

আরোও পড়ুন : কানের মঞ্চে খেল দেখাল কলকাতা! প্রথম ভারতীয় হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কারপ্রাপ্তি অনুসূয়ার

তারপর থেকে আর জল (Water) আসেনি কলে। পিএইচই-র দফতরে বিষয়টি নিয়ে বহুবার অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, পিএইচই-র দফতরের কর্মীরা একদিনের জন্যও এখানে আসেননি। এই এলাকায় জল সংকট এখন তীব্র সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

IMG 20240526 185440

এই এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, পানীয় জলের জন্য তাদের বাধ্য হয়ে কয়েক কিলোমিটার হেঁটে নদীতে যেতে হচ্ছে। সেই নদী থেকেই নিয়ে আসা হয় এক সপ্তাহের জল। সেই জল পান করার পর যা বাঁচে তা দিয়ে কোনও মতে স্নান করেন। তীব্র গরমে নিয়মিত স্নান না করতে পেরে চরম অস্বস্তির মধ্যে রয়েছেন এখানকার বাসিন্দারা। ঠিকমতো স্নান করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর