হিডেন জেমস অব কলকাতা! ভিড়ভাট্টা এড়িয়ে এই ৬টি কম পরিচিত রেস্তোরাঁয় মিলবে খাঁটি বাঙালি খাবার

Updated on:

Updated on:

Restaurant 6 lesser-known Kolkata to host Bengali food festival

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহ আনতে ছুটি হোক বা আসন্ন পুজোর সময় বাইরে গিয়ে খাবার খাওয়ার মজাই আলাদা। সাত-পাঁচ না ভেবে পরিবার, প্রিয়জন অথবা বন্ধুবান্ধবকে নিয়ে যেতেই পারেন কলকাতার এই রেস্টুরেন্ট (Restaurant) গুলিতে। ওই একটা দিন বাড়ির খাবার খেতে মন চায় না। যেখানে গেলে আপনি সাবেকি পদ (Recipe) পাবেন। এর পাশাপাশি এখানকার খাবারগুলি খেতেও সুস্বাদু হয়। কিন্তু কোথায় যাবেন? রইল তেমনি ৬ টি অজানা রেস্তোরাঁর ঠিকানা।

৬ স্বল্প পরিচিত কলকাতার রেস্তোরাঁয় জমবে বাঙালি খাবারের আসর (Restaurant)

১) হ্যালো বেঙ্গল বাঘ হাতারি (Hello Bengal by Hatari): আপনি যদি একেবারে সাবেকি বনেদি আনার মতন খাবার খেতে চান তাহলে আপনি আসতে পারেন হ্যালো বেঙ্গল বাঘ হাতারি (Hello Bengal by Hatari) রেস্টুরেন্টে (Restaurant)। এই রেস্তোরায় সামনে সাজানো রয়েছে নানা ধরনের কলকাতার বনেদি বাড়ির পুরনো খাবার। এমনকি এইখানে ১৫ টির বেশি পদ পাওয়া যায়। যার মধ্যে অন্যতম এগ ডেভিল, বেগুনি, দই কাতলা প্রমুখ। এছাড়াও এইখানে আপনি আনলিমিটেড বুফে পাবেন। এবং প্রতিমাথা খরচ পড়বে ৬৯৯ টাকা।

লোকেশন: ডি ১৯, উদয় শঙ্কর সরণি রোড, গল্ফগ্ৰীণ

নং: 7980974490

২) বাবু কালচার ( Babu Culture): আপনি যদি চান কম্প্যাক্ট এবং প্রাণভরা একবেলা খাবার। কিন্তু অল্প খরচের মধ্যে তাহলে আপনাকে আসতে হবে বাবু কালচার রেস্টুরেন্টে। এখানে আপনি মিনি থালি পাবেন মাত্র ৩৯৯ টাকা থেকে। এছাড়াও এখানে আসলে পরে অবশ্যই ট্রাই করবেন ফিশ রোল, বেগুনি, মুগ ডাল, পাপড়, রসগোল্লা, চিকেন কষা।

লোকেশন: ডোভার লেন, সোদপুর, নরেন্দ্রপুর, সল্টলেক সেক্টর ২।

নং: 8420909829

Restaurant 6 lesser-known Kolkata to host Bengali food festival

আরও পড়ুন: পুজোর ভিড় সামলাতে বিশেষ নির্দেশিকা, চলমান সিঁড়ি ব্যবহারে নতুন নিয়ম চালু করল কলকাতা মেট্রো

৩) সোল অফ বেঙ্গল (Soul of Bengal ): কসবা অথবা সাদার্ন অ্যাভিনিউ এই দুটি আউটলেটে গেলে আপনি পাবেন ঐতিহ্য ও নতুনত্বে মোরা বাঙালি খাবার। এখানে ঘরোয়া খাবারগুলি সাজানো হয়েছে ভাগ ভাগ করে। এছাড়াও এখানে মেনুতে রয়েছে- দিদুন থালি, মাসির খালি, পিসির থালি, ইলিশ থালি, এপার ওপার থালি প্রমুখ। এইখানে খালি শুরু হচ্ছে ২৪৯ টাকা থেকে।

লোকেশন: সাদার্ন অ্যাভিনিউ ও রুবি, কাসবা

নং: 9330820750

৪) সরষে পোস্ত (Sorshe Posto): ২৯৯ টাকা থেকে এখানে আপনি খাবার পাবেন। এই রেস্টুরেন্টে গেলে একেবারে বাঙালি ভোজ খেতে পারবেন। এখানে গেলে ভেতকি পাতুরি ও চিংড়ি মালাইকারি অবশ্যই খাবেন।

লোকেশন: ৪৯বি, পূর্ণ দাস রোড, হিন্দুস্তান পার্ক, গড়িয়াহাট

নং:9830088779

৫) ঊষা রেস্তেরাঁ (Usha Restaurant ): ৪ দশকের বেশি সময় ধরে কলকাতার খাবার জগতে বিশেষ স্থান অধিকার করে রেখেছে ঊষা রেস্তেরাঁ (Usha Restaurant)। এইখানে খাবার শুরু হচ্ছে ২৯৯ টাকা থেকে। এর পাশাপাশি এইখানে আপনি বাঙালি খাবার খেতে আসতে পারেন।

লোকেশন: : ১৪বি, অনিল রায় রোড, হেমন্ত মুখার্জি সরণি, লেক টেরেস, বালিগঞ্জ

নং: 6292293449

৬) দীপিকার কিচেন (Dipikar Kitchen): যাদবপুরের কেপিসি হাসপাতালের কাছে অবস্থিত এই রেস্টুরেন্টটি (Dipikar Kitchen)। এইখানে গেলে আপনি ট্রাই করতে পারেন নানা ধরনের বাঙালি রাজকীয় থালি। এর পাশাপাশি এখানে গেলে অবশ্যই ট্রাই করবেন ভেটকি চিজি কবিরাজি। এখানে খাবার শুরু হচ্ছে ১৬০-৩০০ টাকা।

লোকেশন:প্লট৪৩, রাজা সুবোধ চন্দ্র মল্লিক রোড, যাদবপুর

নং:  8013505419, 96748 56732