বাংলা হান্ট ডেস্কঃ আজ অর্থাৎ রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে নবরাত্রি। এবছর রামনবমী (Ram Navami) পড়েছে আগামী ৬ এপ্রিল। রামনবমী উপলক্ষে গোটা দেশ জুড়ে এখন উৎসবের মেজাজ। তাই চারিদিকে এখন সাজো সাজো রব। নবরাত্রি থেকে রামনবমী পর্যন্ত টানা ৯দিনের এই উৎসব ঘিরে প্রায় সারা বছর সকলের মধ্যে থাকে সীমাহীন কৌতুহল। তবে যেকোনো উৎসবের সাথেই কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে খাওয়া দাওয়ার বিষয়টিও। তাই এবার আগামী ৬ এপ্রিল রামনবমীর আগেই বড় সিদ্ধান্ত নিল এই রাজ্য সরকার।
রামনবমী (Ram Navami) উপলক্ষ্যে বন্ধ থাকবে এই রাজ্যের মাছ-মাংসের দোকান
বলা হয় ওই সময় পশু হত্যা অপরাধ! তাই রামনবমীর (Ram Navami) দিন মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকার। শুধু তাই নয়, ধর্মীয় স্থানগুলির জন্য নির্দিষ্ট সীমা বেঁধে দিয়ে বলা হয়েছে কোনো মন্দিরের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি করা যাবে না। এমনকি ওই নির্দিষ্ট সীমানার মধ্যে কোনো কসাইখানা থাকলেও তা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র নির্দিষ্ট শর্তে লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলি মাছ-মাংস বিক্রি করতে পারবে। তবে তা প্রকাশ্যে প্রদর্শন করা যাবে না। অন্যদিকে, রাম নবমীর দিন উত্তর প্রদেশের সর্বত্র মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে উঠল সবুজ ঝড়! ৭৮টি আসনেই তৃণমূলের জয়জয়কার
মাংস বিক্রি সংক্রান্ত এই কড়াকড়ি নিয়ে রাজ্যের গ্রামোন্নয়ন বিভাগের মুখ্যসচিব অমৃত অভিজিৎ জানিয়েছেন, প্রতিটি জেলার ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সমস্ত বেআইনি কসাইখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, এই বিধিনিষেধ বাস্তবায়িত করার জন্য জেলাস্তরে একটি কমিটি তৈরি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন জেলাশাসকরা। এই কমিটিতে সরকারি একাধিক অফিসার ছাড়াও থাকবেন পুলিশ এবং প্রাণী সম্পদ দফতর, শ্রম দফতর, এবং স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা।
জানা যাচ্ছে, এই বিধিনিষেধ কার্যকর করতে ইউপি মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন ১৯৫৯ এবং খাদ্য সুরক্ষা আইন ২০০৬ এবং ২০১১ এর বিধান তুলে ধরা হয়েছে। সরকারি বিবৃতি দিয়ে যোগী আদিত্যনাথের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে এই নির্দেশ লঙ্ঘন করলে, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে উত্তর প্রদেশ সরকারের অফিসাররা। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে সম্মান জানাতেই যোগী সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।