অবশেষে খুলছে দক্ষিণেশ্বর মন্দির, মা ভবতারিণীর দর্শনে মানতে হবে এই নিয়মগুলি

বাংলাহান্ট ডেস্কঃ কলকাতা সংলগ্ন অঞ্চলগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হিন্দু মন্দির হল দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির (dakhineswar vabatarani temple)। রামকৃষ্ণ, বিবেকানন্দ ও সারদা মায়ের স্মৃতি বিজরিত এই মন্দির প্রাঙ্গনে প্রতিদিন হাজার হাজার ভক্তের ঢল নামে। লকডাউনে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর অবশেষে আগামী শনিবার খুলে যাচ্ছে ভবতারিণী মায়ের মন্দির।

images 12 15

মন্দির কমিটি জানিয়েছে, মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মন্দিরে প্রবেশ করতে গেলে প্রত্যেককে বাধ্যতামূলক ভাবে থার্মাল স্ক্রিনিং করতে হবে। মন্দির চত্বরে এক সাথে বেশি লোক প্রবেশ করতে দেওয়া হবে না। পুজোর লাইনে বাধ্যতামূলক ভাবে মানতে হবে ৬ ফুট দূরত্ব। পাশাপাশি, পুজোর জন্য মিষ্টি আনা গেলেও আনা যাবে না কোনো ফুল। মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে চলবার জন্য নির্দিষ্ট দূরত্ব অন্তর চিহ্ন দেওয়া রয়েছে, দর্শনার্থীদের সেই চিহ্ন মেনেই দাঁড়াতে হবে।

সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকেল বেলায় ৩:৩০ থেকে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট পর্যন্ত মন্দির খোলা থাকবে। মন্দির খোলার ২০ মিনিট আগে ও মন্দির বন্ধ হওয়ার ২০ মিনিটের মধ্যেই সিংহদুয়ার খোলা ও বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও মন্দির চত্বরে অবস্থিত বিভিন্ন মন্দির ও শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এর ঘরের ভেতরে প্রবেশ বা অবস্থান করা নিষিদ্ধ করা হয়েছে।

পাশাপাশি, মন্দির সংলগ্ন ডালার দোকানগুলি জোড়-বিজোড় পদ্ধতিতে খুলবে। তার সঙ্গে পাশাপাশি কোনভাবেই দোকান খুলবে না। মন্দির সংলগ্ন খাবারের দোকানগুলোতে বসে খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। সব ধরনের দোকানই বাধ্যতামূলক ভাবে স্যানিটাইজড করতে হবে। ব্যাবহার করতে হবে মাস্কও।

সম্পর্কিত খবর