অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতের সর্বকালের সেরা গোলদাতা সুনীল ছেত্রী।

কিছুদিন আগে ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ তার অবসরের ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন এই বছরই তিনি শেষবার খেলবেন টেনিস তারপরে নিজের জার্সিটা তুলে রাখবেন। আর এবার আরেক তারকা ভারতীয় খেলোয়াড় নিজের অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন। যদিও তিনি ঠিক কবে অবসর নেবেন সেই ব্যাপারে কিছু বলেন নি, কিন্তু তিনি যে আর বেশিদিন খেলা চালিয়ে যেতে পারবেন না সেই ব্যাপারে কিছুটা আভাস দিয়ে রাখলেন। তিনি আর কেউ নন তিনি হচ্ছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক এবং সর্বকালের সেরা গোলদাতা সুনীল ছেত্রী।

ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল ছেত্রী জানিয়েছেন যে প্রত্যেক দিন আমার বয়স বাড়ছে। এই মুহূর্তে আমার বয়স 35 বছর আমি আর খুব বেশি দূরের দিকে তাকাতে চাই না। এবার থেকে ম্যাচ ধরে ধরে আমি পা বাড়াতে চাই। কারণ আর কতদিন আমি ফুটবলটা চালিয়ে যেতে পারব সেটা বলা খুবই মুশকিল অর্থাৎ তিনি যে আর খুব বেশিদিন ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন না সেটাই বোঝাতে চাইলেন। জাতীয় দলের হয়ে গোল করার নিরিখে এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। প্রথম স্থানে রয়েছেন বিশ্ব ফুটবলের যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর তারপরেই রয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। অর্থাৎ এই মুহূর্তে মেসি-নেইমারের থেকেও তিনি এগিয়ে রয়েছেন।

gettyimages 1092298868 612x612 1

কিছুদিন আগে ভারতীয় কোচ ইগর স্যিম্যাচ সুনীল ছেত্রীর প্রশংসা করে বলেন যে এই মুহূর্তে সুনীল ছেত্রীর চেহারা 29 বছর বয়সী ফুটবলারের মত। অর্থাৎ তিনি আরো বেশ কয়েক বছর ফুটবল খেলা চালিয়ে যেতে পারবেন। এই প্রসঙ্গে তিনি বলেন আমি এখন আগের থেকে অনেক বেশি পরিশ্রম করি নিজের শরীরকে ফিট রাখার জন্য।

Udayan Biswas

সম্পর্কিত খবর