৬৫ বছরে অবসর নেবেন ‘এই’ রাজ্য সরকারি কর্মীরা! অবসরের বয়স বাড়াল সরকার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র হোক বা রাজ্য, প্রত্যেক সরকারি কর্মীই (Government Emoloyees) নিজেদের চাকরিজীবনে বেশ কিছু সুবিধা পান। নির্দিষ্ট নানান দিনে ছুটি, ডিএ (Dearness Allowance) সহ নানান ভাতা পান তাঁরা। এবার যেমন ফের একটি সুখবর দিল রাজ্য সরকার। বিগত কিছু সময় ধরেই সরকারি কর্মীদের অবসরের বয়স (Retirement Age) বৃদ্ধি সংক্রান্ত নানান জল্পনা কল্পনা চলছে। অবশেষে সেই ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী।

‘এই’ সরকারি কর্মীদের (Government Employees) অবসরের বয়স বৃদ্ধি করল রাজ্য!

সাধারণত ৬০ বছর হয়ে গেলেই সরকারি কর্মীদের চাকরি থেকে অবসর নিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে সেই বয়সসীমা আরেকটু বেশি। পাঞ্জাবের মেডিক্যাল অধ্যাপকদের যেমন এতদিন ৬২ বছরে অবসর নিতে হতো। তবে এবার সেই বয়সসীমা আরও ৩ বছর বাড়িয়ে দিল সরকার। এবার থেকে ৬৫ বছরে অবসর নেবেন তাঁরা।

সম্প্রতি ক্যাবিনেট বৈঠকের পর পাঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল সিং চিমা সাংবাদিন সম্মেলন করেন। সেখানেই রাজ্যের মেডিক্যাল অধ্যাপকদের (Medical Professors) অবসরের বয়সসীমা বাড়ানোর ঘোষণা করেন তিনি। জানা যাচ্ছে, দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপকদের জ্ঞানের সঠিক ব্যবহার ও মেডিক্যাল টিচিং ফ্যাকাল্টির ঘাটতি পূরণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বাতিল ২৬০০০ চাকরি! অযোগ্যদের পাশেও রয়েছে রাজ্য? এবার স্পষ্ট জানালেন শিক্ষামন্ত্রী

একইসঙ্গে সরকারি হাসপাতালে ডাক্তারদের ঘাটতি পূরণ করতে অবসরপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পুনরায় চুক্তির ভিত্তিতে নিয়োগে সম্মতি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সেই সঙ্গেই তাঁদের অবসরের বয়সও বাড়ানো হয়েছে। এতদিন তাঁরা ৫৮ বছর বয়সে অবসর নিতেন। তবে এবার একধাক্কায় সেই বয়সসীমা ৭ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা ৬৫ বছরে অবসর গ্রহণ করবেন।

Central Government employees 8th Pay Commission salary pension hike latest update

রাজ্যের মেডিক্যাল অধ্যাপকদের (Government Employees) অবসরের বয়স বৃদ্ধি প্রসঙ্গে অর্থমন্ত্রী হরপাল সিং চিমা বলেন, ‘এই সিদ্ধান্ত মেডিক্যাল কলেজগুলিতে লাগাতার মানসম্পন্ন শিক্ষা প্রদানে সাহায্য করবে। ফলে কলেজের শিক্ষার্থীরা উপকৃত হবেন। সেই সঙ্গেই শূন্যপদ পূরণেও সহায়তা করবে। আগামী তিন বছরে ৪১ জন অধ্যাপকের অবসর নেওয়ার কথা ছিল। এই সিদ্ধান্ত তাঁদের ধরে রাখতে সাহায্য করবে’।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X