রিটায়ার্ড তো কী হয়েছে! এবার মাস গেলে পেয়ে যাবেন ২ লাখ! দেখুন কীভাবে পাবেন

বাংলাহান্ট ডেস্ক : ভবিষ্যতের জন্য আমাদের সকলের পরিকল্পনা করা উচিত কম বয়স থেকে। আজীবন কেউ কাজ করতে পারেন না। একটা সময় পর অবসর নিতে হয় (Retirement Planning) কাজ থেকে। সরকারি দপ্তরে যারা কর্মরত তারা অবসরের পর মাসিক পেনশন পান। তবে বেসরকারি বা অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে পেনশনের সুবিধা থাকে না।

রিটায়ার্ডমেন্টের পরের আর্থিক ব্যবস্থা (Retirement Planning)

সেক্ষেত্রে অবসর গ্রহণের পর (Retirement Planning) কীভাবে জীবন চলবে তা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। আপনারা অবসর গ্রহণের পর নিশ্চিত আয় যদি পেতে চান তাহলে এখন থেকেই শুরু করুন বিনিয়োগ। সেক্ষেত্রে আপনার সেরা বিনিয়োগের বিকল্প হতে পারে এনপিএস। যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে ক্রমশ জিনিসপত্রের দাম চড়া হচ্ছে।

   

আরোও পড়ুন : ভিক্ষে করে হাসপাতাল তৈরি বিলেত ফেরত ডাক্তারের, বেঁচেছে হাজার হাজার প্রাণ! চমকে দেবে R G Kar-এর ইতিহাস

এর ফলে যত দিন যাচ্ছে ততই বাড়ছে খরচ। বিশেষজ্ঞরা বলে থাকেন ভবিষ্যতের জন্য ৩০ বছর বয়স থেকেই বিনিয়োগ শুরু করে দেওয়া উচিত। ধরা যাক বর্তমানে আপনার বয়স ৩০ বছর। আপনি মাসে কত টাকা করে এনপিএস ফান্ডে জমালে মাসে দু লক্ষ টাকা করে অবসরের পর (Retirement Planning) পাবেন সেই বিষয়ে জেনে নেওয়া যাক।

আরোও পড়ুন : ওমা এত্ত সস্তা!ভারতের ১ টাকা এই দেশে ৫০০!অবাক হলেন? একবার দেখে আসুন ইতিহাস সমৃদ্ধ স্থানটি

যদি ৩০ বছর পর থেকে আপনি মাসে ২ লক্ষ টাকা সুদ পেতে চান তাহলে এনপিএস (National Pension Scheme) ফান্ডে পাঁচ শতাংশ বার্ষিক সুদের হার হতে হবে। সেক্ষেত্রে আপনার কার্পাস থাকা উচিত পাঁচ কোটি টাকার। এনপিএস-এ গড়ে ১০% সুদ হলে প্রতি মাসে বিনিয়োগের পরিমাণ  প্রায় ২২, ১৫০ টাকা হলে, ৩০ বছরে আপনার টাকা ৫ কোটিতে পরিণত হবে।

Good Net Promoter Score NPS CVR

প্রতি মাসে মাত্র ৮ হাজার টাকা করে এনপিএসে (NPS) বিনিয়োগ করতে শুরু করলে, প্রতিবছর বিনিয়োগের পরিমাণ ১০ শতাংশ করে বৃদ্ধি করলে ৩০ বছর পর বার্ষিক ১০ শতাংশ সুদের হারে তৈরি হবে ৫.১৩ কোটি টাকার ফান্ড। এই ৩০ বছরে আপনার মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে প্রায় দেড় কোটি টাকা। সেক্ষেত্রে সুদও পাবেন মোটা অংকের।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর