১১ বছরের অপেক্ষার অবসান! একলাফে লাভ ১৯%! এবার সরকারি কর্মীদের জন্য করা হল বড় ঘোষণা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আবাস প্রকল্পের এলাকা ৮ থেকে ১৯ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের জন্য। কেন্দ্রীয় নিচু বা মাঝামাঝি পর্যায়ের যে সকল আধিকারিকদের জন্য আবাস প্রকল্প তৈরি করা হবে তাদের জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে বরাদ্দ বাসস্থানের জায়গা অপরিবর্তিত থাকবে ডেপুটি সচিব, ডিরেক্ট, জয়েন্ট সেক্রেটারি বা সচিব স্তরের কর্মীদের জন্য।

এর অর্থ হল এবার থেকে কেন্দ্রীয় সরকারের নিচু ও মাঝারি আধিকারিকদের জন্য বরাদ্দ বাসস্থান অনেকটাই বৃদ্ধি পাবে। বাড়ির জন্য বরাদ্দ এলাকার এই বৃদ্ধি ১১ বছর পর করা হল। কেন্দ্রীয় সরকারের দাবি, সরকারি কর্মচারীদের অর্থনৈতিক স্বচ্ছলতা বৃদ্ধি পেয়েছে সপ্তম পে কমিশন চালু হওয়ার পর। ওয়াশিং মেশিন, ফ্রিজ, এসির মতো বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস রয়েছে সব কর্মচারীদের।

আরোও পড়ুন : ৩০ টাকার লটারিতেই খুলল কপাল! বীরভূমের চা বিক্রেতা রাতারাতি হয়ে গেলেন কোটি টাকার মালিক

তাই বসবাসের জন্য প্রয়োজন আরও বেশি জায়গার। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, আর কিছুদিন পরেই লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে ফের একবার কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে কেন্দ্রীয় সরকার। একটি রিপোর্ট অন্তত এমনটাই দাবি করেছে। মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে বহু কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীর বেতন বৃদ্ধি পেতে চলেছে।

How much money are West Bengal government employees getting less per month

২০১৯ সালে লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশিত হয় ১০ই মার্চ। মনে করা হচ্ছে এ বছরের লোকসভা নির্বাচনে নির্ঘন্ট প্রকাশিত হবে মার্চের দ্বিতীয় সপ্তাহে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতার বৃদ্ধির ঘোষণার দিন নিয়ে শুরু হয়েছে জল্পনা। কারণ ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে নির্বাচনী বিধি অনুযায়ী কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করতে পারবে না সরকার।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X